এক ভক্ত টুইটারে পাঠানকে খাটো করে আয়ুষ্মান খুরানার অ্যান অ্যাকশন হিরোর প্রশংসা করেছেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা স্বয়ং। তিনি নিজে পাঠান ছবির পাশে দাঁড়ালেন এবং উত্তর দিলেন সেই ভক্তকে। অভিনেতা নিজেকে শাহরুখের ভক্ত বলে জাহির করলেন। তিনি সেই ভক্তকে ধন্যবাদ জানান তাঁর ছবিকে প্রশংসা করার জন্য। একই সঙ্গে পাঠান নিয়ে খারাপ মন্তব্যের বিরোধিতা করে বিরক্তি প্রকাশ করেন। পাঠান ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এখনও পর্যন্ত এই ছবি সেরা হিন্দি ছবি ব্যবসার নিরিখে।
কিছুদিন আগেই আয়ুষ্মান খুরানা অভিনীত অ্যান অ্যাকশন হিরো নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তার দু মাস আগে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। এই ছবির রিভিউ হিসবে এক ভক্ত টুইটারে লেখেন, 'পাঠান বাদ দিন। নেটফ্লিক্সে অ্যান অ্যাকশন হিরো দেখুন। গল্প, ডায়লগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভারতীয় মিডিয়া খারাপ রিপোর্টিং সহ দারুণ সমস্ত জিনিস একাবে দেখানো হয়েছে। আয়ুষ্মান খুরানা ফাটিয়ে দিয়েছে। কিন্তু আমার বেস্ট লেগেছে যিনি অর্ণবের মিমিক্রি করেছেন।'
এই টুইটের উত্তরে আয়ুষ্মান বলেন, 'অনেক ধন্যবাদ অ্যান অ্যাকশন হিরোকে ভালোবাসা দেওয়ার জন্য। তবে প্রথম লাইনটা না লিখলেও চলত। আমি একজন শাহরুখ খানের ভক্ত।' এর উত্তরে সেই ভক্ত লেখেন, ' এক। আমিও ওঁকে ভালোবাসি। কিন্তু আমি ওঁকে যতটা ভালোবাসি কখনও ওঁর ছবির স্ক্রিপ্ট অতটা ভালো লাগে না।'
একাধিক ইভেন্টে গিয়ে আয়ুষ্মান জানিয়েছেন যে তিনি শাহরুখের কত বড় ভক্ত। তিনি শাহরুখের বাড়ি মন্নতের সামনে গিয়েও পোজ দিয়ে ছবি তুলেছেন। মন্নতের সামনে গিয়ে তিনি তাঁর গাড়ির সানরুফ থেকে বেরিয়ে তাকিয়েছিলেন। সেই সময় অনেকে তাঁর ছবি তোলেন।
সেই ছবি পোস্ট করে আয়ুষ্মান লেখেন, 'মন্নতের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো একটা মনস্কামনা জানিয়ে দিলাম। অ্যান অ্যাকশন হিরো....'
এই ছবিটি অনিরুদ্ধ আইয়ার পরিচালনা করেছেন। এখানে জয়দীপ আহ্লাওয়াটকেও দেখা গিয়েছে। ছবিটি ২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল।