বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayushmann replicates Virat's six: কীভাবে ছক্কা মারেন বিরাট? রউফের কী দশা ছিল? ইন্ডিয়ান আইডলে হুবহু নকল আয়ুষ্মানের!

Ayushmann replicates Virat's six: কীভাবে ছক্কা মারেন বিরাট? রউফের কী দশা ছিল? ইন্ডিয়ান আইডলে হুবহু নকল আয়ুষ্মানের!

বিরাট কোহলিকে অনুকরণ আয়ুষ্মান খুরানার। বিরাটের সেই শট। হ্যারিস রউফের অনুকরণ আয়ুষ্মানের। (ছবি সৌজন্যে, টুইটার, গেটি ইমেজস এবং টুইটার)

Ayushmann Khurrana replicates Virat Kohli' six: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৮.৫ ওভার এবং ১৯ তম ওভারের শেষ বলে হ্যারিস রউফকে জোড়া ছক্কা মেরেছিলেন। ইন্ডিয়ান আইডলের মঞ্চে প্রথম ছক্কার অনুকরণ করে দেখান আয়ুষ্মান খুরানা।

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সেই ছক্কাটা যেন কেউ ভুলতেই পারছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরও তা ভারতীয়দের মনে গেঁথে আছে। যে তালিকা থেকে বাদ গেলেন না বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাও। একটি অনুষ্ঠানে গিয়ে বিরাটের ছক্কা এবং পাকিস্তানি পেসার হ্যারিস রউফের প্রতিক্রিয়ার অনুকরণ করে দেখান তিনি।

সম্প্রতি ত্রয়োদশ ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসেন আয়ুষ্মান। সেখানে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় বলিউড তারকা বলেন, ‘বিরাট কোহলি কেন তোমায় (ইনস্টাগ্রামে) ফলো করে? বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে একটি ছক্কা মেরেছিল।’ তারপর বিরাটের সেই শটের অনুকরণ করে দেখান আয়ুষ্মান। হেসে ওঠেন নেহা কক্কর-সহ মঞ্চে উপস্থিত ব্যক্তিরা।

তবে সেখানেই থামেননি আয়ুষ্মান। যিনি ‘অ্যাকশন হিরো’-র মাধ্যমে বলিউডে ফের লক্ষ্মীলাভের আশায় আছেন। আয়ুষ্মান বলেন, ‘হ্যারিস এরকম করে তাকিয়েছিল? ওটা মনে আছে তো?’ সবাই ‘হ্যাঁ, হ্যাঁ’ করে ওঠেন। তারপরই তিনি দেখান যে বিরাটের ছক্কা খাওয়ার পর পাকিস্তানে বোলার হ্যারিসের কীরকম প্রতিক্রিয়া ছিল। যে অনুকরণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বিরাটের ছক্কাটা মনে আছে তো?

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৮.৫ ওভার এবং ১৯ তম ওভারের শেষ বলে রউফকে জোড়া ছক্কা মেরেছিলেন। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওই ১৯ তম ওভারের প্রথম চার বলে মাত্র তিন রান উঠেছিল। সেইসময় আট বলে ২৮ রান বাকি ছিল।

আরও পড়ুন: রউফকে মারা কোহলির সেই ছক্কা সর্বকালের সেরা, শিলমোহর দিল ICC

ওই ওভারের পঞ্চম বলে যে শটটা মেরেছিলেন, সেটা সম্ভবত টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা শট। লেংথ বল করেছিলেন রউফ। স্টাম্পের উচ্চতার কাছে বল ছিল। প্রায় সোজা ব্যাটে রউফের মাথার উপর দিয়ে বলটা মেরেছিলেন। যে শটটা অন্য কারও পক্ষে ভাবাই দুষ্কর, সেই শট মেরে অনায়াসে ছক্কা পেয়েছিলেন বিরাট। শেষপর্যন্ত ভারতকে ম্যাচও জিতিয়েছিলেন।

আরও পড়ুন: Virat fans on BCCI sacking selectors: কোহলির ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া নির্বাচকদের তাড়াল BCCI! মজা লুটছেন বিরাট ভক্তরা

সেই শটকে এবারের বিশ্বকাপের সেরা মুহূর্ত বেছে নিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট এবং শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার গিলি বলেন, 'আমায় বলতেই হচ্ছে যে এই টুর্নামেন্টে আমার কাছে সেরা মুহূর্ত হচ্ছে বিরাট কোহলির (সেই ছক্কা)। হ্যারিস রউফের ওভারের পঞ্চম বলে বোলারের মাথা দিয়ে (ছক্কা) মেরেছিল। এরকম শটের অনুমোদন দেওয়া উচিত নয়। তুমি এত ভালো হতে পার না কোহলি।' ওয়াটসন বলেন, 'বোলারের মাথার উপর দিয়ে সোজা ছক্কা – তোমার এটা করার কোনও অধিকার নেই বিরাট।'

বন্ধ করুন