বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayushmann Khurrana: চড়-জুতোর বাড়ি কোনটাই বাদ যেত না, ছোটবেলায় বাবার হাতে উধুম মার খেতেন আয়ুষ্মান

Ayushmann Khurrana: চড়-জুতোর বাড়ি কোনটাই বাদ যেত না, ছোটবেলায় বাবার হাতে উধুম মার খেতেন আয়ুষ্মান

বাবার সঙ্গে আয়ুষ্মান খুরানা

Ayushmann Khurrana: ছোটবেলায় বাবার হাতে দুমদাম মার খেতেন আয়ুষ্মান খুরানা। চণ্ডীগড় থেকে বম্বে আসার সময় মনের মধ্যে কী চলছিল তাঁর মনের মধ্যে, সম্প্রতি জীবনের নানা অজানা কথা ফাঁস করেছেন অভিনেতা।

ছোটবেলায় অনেকেই বাবা-মায়ের কাছে মার খেয়েছেন। ব্যতিক্রম নন অভিনেতা আয়ুষ্মান খুরানাও। অভিনেতার বাবা জ্যোতিষবিদ পি খুরানা নাকি খুব রাগী স্বভাবের ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কিশোর বয়সের দিনগুলির কথা স্মরণ করেন আয়ুষ্মান। 

দ্য বম্বে জার্নিতে সিদ্ধার্থ আলামবায়নের সঙ্গে কথোপকথনে আয়ুষ্মান ভাগ করেছেন কীভাবে তিনি কাজ পেয়েছেন। চণ্ডীগড় থেকে বম্বে আসার সময় মনের মধ্যে কী চলছিল জানতে চাইলে আয়ুষ্মান বলেন, ‘আমারও শাহরুখের মতোই সময়টা এসেছিল। যখন মুম্বই এসে পৌঁছাই, মনে মনে ভেবে নিয়েছিলাম, কাজ না পেলে সমুদ্রমুখী হব না। সমুদ্র সৈকতে গিয়ে বসব না। আসার ৩-৪ দিনের মধ্যেই রেডিওর কন্ট্র্যাক্ট আমার হাতে চলে আসে।’

আয়ুষ্মান ব্যাখ্যা করেছেন, তাঁর বাবা খুব রাগী মানুষ ছিলেন। ছোটবেলায় বাবার হাতে প্রচুর মারধর খেয়েছেন তিনি। মজার ছলেই অভিনেতা জানিয়েছেন, ‘উত্তরে যে বাবা-মায়ের হাতে থাপ্পড় খায়নি, চপ্পল দিয়ে মার খায়নি সে কখনও বেড়ে উঠতে পারেনি।’

আরও পড়ুন: চোখে অভিনেতা হওয়ার স্বপ্ন, এক সময় টিউশনি করতেন ‘কপালকুণ্ডলা’-র কাপালিক দেবজ্যোতি

নিজের ব্যক্তিগত জীবনের গল্প ভাগ করে আয়ুষ্মান জানিয়েছেন, একবার তাঁর বাবা বম্বে এসেছিলেন এবং একজনকে বলেছিলেন ছেলে বড় তারকা হবে। এ বিষয় অবশ্য তখন কিছুই জানতেন না অভিনেতা। পরে এসব শুনে মনে মনে একটু ভয় পেয়েছিলেন তিনি, ভেবেছিলেন, যদি কোনও দিনও কিছু না হতে পারেন।

শীঘ্রই আয়ুষ্মানকে নতুন ছবি ‘দ্য অ্য়াকশন হিরো’য় দেখা যাবে। ছবির পরিচালনায় অনিরুদ্ধ আইয়ার। এই ছবির পরিচালক এর আগে আনন্দ এল রাইয়ের সঙ্গে তনু ওয়েডস মনু রিটার্নস, জিরোর মতো ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। এই ছবির চিত্রনাট্য লিখেছেন নীরজ যাদব। আয়ুষ্মানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত।

বন্ধ করুন