ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হচ্ছে ইন্ডিয়ান আইডল। এই শোয়ের গতবারের সিজন দারুন জনপ্রিয় হয়েছিল, প্রতিটি প্রতিযোগী দারুন প্রতিভাবান ছিলেন। বিচারকদের পক্ষে এটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল যে তাঁদের মধ্যে কে সেরা সেটা বেছে নেওয়া। এবারও তার ব্যতিক্রম হল না। এই সিজনে বিচারকের আসনে দেখা যাচ্ছে বিশাল দাদলানি, হিমেশ রেশামিয়া, এবং নেহা কক্করকে। আর এই শোয়ের আগামী পর্বে আসতে চলেছেন আয়ুষ্মান খুরানা।
ইন্ডিয়ান আইডল সিজন ১৩ এর সঞ্চালনা করছেন আদিত্য নারায়ণ। বর্তমানে টিআরপির নিরিখে এই শোটি বেশ ভালো ফল করছে। এবারের প্রতিযোগীরা তাঁদের গানের জাদু দিয়ে দর্শক থেকে বিচারক সকলের মন জিতে নিতে সক্ষম হয়েছেন। এবার এই প্রতিযোগীদের উৎসাহ দিতে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকবেন আয়ুষ্মান খুরানা এবং জয়দীপ আহ্লাওয়াট।
সোনি এন্টারটেনমেন্ট টিভির তরফে শনিবার দিন এই পর্বের একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়। এই পর্বের প্রোমো ভিডিয়োতে দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানা এই শোতে এসে তাঁর এবং নেহা কক্করের এক অজানা বিষয় প্রকাশ্যে আনলেন। অভিনেতা জানালেন তিনি এবং নেহা একবার ইন্ডিয়ান আইডলে অডিশন দিয়েছিলেন, কিন্তু তাঁরা দুজনেই বাতিল হয়ে যান তখন। এবং তাঁরা বাড়ি ফিরে যেতে বাধ্য হন তখন।
আজকের দিনে দাঁড়িয়ে আয়ুষ্মান বলেন, মাঝে অনেক সময় কেটে গিয়েছে, নেহা আজ এই শোয়ের বিচারক, আর তিনি অতিথি হয়ে ফিরে এসেছেন। তবে সেটা এমনই এমনই হয়নি। তাঁরা দুজনেই এটার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন। খেটেছেন বলেই এই জায়গা অর্জন করতে পেরেছেন বলেই জানান অভিনেতা।
সেদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে বাতিল হলেও তাঁরা হার মানেননি। লড়াই করে গেছে। আর তার পরিণাম স্বরূপ দুজনেই আজ বলিউডের দুই জনপ্রিয় তারকা। আয়ুষ্মান খুরানা এদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসেছিলেন তাঁর আগামী ছবি অ্যান অ্যাকশন হিরো-র প্রচারে। এই ছবিটি ২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।