বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayushmann Khurrana: 'আর তর সইছে না', হিন্দি গানকে বিদেশে ছড়িয়ে দিতে আমেরিকা সফরে যাচ্ছেন আয়ুষ্মান, জানালেন অনুভূতি

Ayushmann Khurrana: 'আর তর সইছে না', হিন্দি গানকে বিদেশে ছড়িয়ে দিতে আমেরিকা সফরে যাচ্ছেন আয়ুষ্মান, জানালেন অনুভূতি

হিন্দি গানকে বিদেশে ছড়িয়ে দিতে আমেরিকা সফরে যাচ্ছেন আয়ুষ্মান

Ayushmann Khurrana: জুলাই মাসে আমেরিকা সফরে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা। আমেরিকা যুক্তরাষ্ট্রের ৮টি শহরে গান গাইবেন তিনি। তার আগে অনুভূতির কথা ব্যক্ত করলেন অভিনেতা।

কেবল অভিনয় নয়, আয়ুষ্মান খুরানা যে ভীষণ ভালো গায়ক সেই কথা এখন আর কারও জানতে বাকি নেই। এবার তিনি তাঁর সেই গুণ বিদেশে পৌঁছে দিতে চলেছেন। হিন্দি গানের সুরে আমেরিকা মাতাবেন তিনি। জুলাই মাসে আমেরিকা সফরে যেতে চলেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। সেই দেশের ৮টি শহরে তিনি গান গাইবেন।

আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যালাস, স্যান জোস, সিয়েটেল, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, অ্যাটলান্টা, অরল্যান্ডো, এবং শিকাগোতে গান গাইবেন তিনি। এছাড়া কানাডার টরেন্টোতেও অনুষ্ঠান করবেন তিনি। জুলাই এবং অগস্টে তিনি পারফর্ম করবেন।

পানি দ্য রং খ্যাত গায়ক জানালেন তিনি গর্বিত হিন্দি গানকে বিদেশের মাটিতে পৌঁছে দিতে পেরে। তিনি তাঁর আগামী সঙ্গীত সফরের বিষয়ে জানিয়েছেন, 'আইমিউজিক আমার সঙ্গে বহু মানুষের যোগাযোগ করিয়ে দিয়েছে। আমি আমার লাইভ কনসার্টগুলো নিয়ে ভীষণই উচ্ছ্বসিত থাকি কারণ এখানে আমার সঙ্গে দর্শকদের সরাসরি একটা কানেকশন তৈরি হয়। আমি ধন্য যে পৃথিবী এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে মহামারির কবল থেকে। আমরা আবার কনসার্ট ইত্যাদি করতে পারছি।'

তিনি আরও বলেন, 'আমি যেহেতু বিনোদন প্রদান করে থাকি সেহেতু আমি এতদিন আমার লাইভ কনসার্ট মিস করতাম। মনে হতো যেন আমার জীবনের একটা অংশ কেউ কেড়ে নিয়েছিল। আমি এখন ভীষণ খুশি যে আমি আবার দেশে বিদেশে ঘুরে শো করতে পারব। মানুষের হাসিমুখ আবার দেখতে পারব। ফলে আমার এখন আর তর সইছে না আমেরিকা সফরের জন্য। আমি এই শহরগুলোতে যেতে চাই। আমি সেখানে গর্বের সঙ্গে হিন্দি গান গাইতে চাই। আশা করি সবার সেই গান ভালো লাগবে।'

আগামীতে অভিনেতাকে ড্রিম গার্ল ২ ছবিতে দেখা যাবে। এই ছবিটি ৭ জুলাই মুক্তি পেতে চলেছে।

বন্ধ করুন