বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayushmann Khurrana: ‘দুই রণবীরের জন্যই আমার কেরিয়ারে প্রভাব পড়েছিল’! বলছেন আয়ুষ্মান

Ayushmann Khurrana: ‘দুই রণবীরের জন্যই আমার কেরিয়ারে প্রভাব পড়েছিল’! বলছেন আয়ুষ্মান

রণবীর সিং-আয়ুষ্মান খুরানা-রণবীর কাপুর

আয়ুষ্মানের কথায়, ‘যখন রণবীর(কাপুর) অভিনয়ে আসছে, তখন আমার মনে হয়েছিল, ইয়ে তো আ গয়া, আব মে কেয়া করুঙ্গা তারপর যখন আবার রণবীর সিং এসে হাজির হল ২০১০-১১ সালে, তখনও মনে হয়েছিল, আব ইয়ে ভি আ গ্যায়া আব মে কেয়া করুঙ্গা?  খুব স্বাভাবিকভাবেই তাই আমার একটু অন্যরকম ছবির হাত ধরেই শুরুটা করতে হয়।

সালটা ২০১২, সুজিত সরকারের ‘ভিকি ডোনার’-ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আয়ুষ্মান খুরানা। তারপরও বেশকিছু হিট ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান, বক্স অফিসের পাশাপাশি সেই সব ছবি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি আয়ুষ্মানের দাবি, রণবীর কাপুর আর রণবীর সিং-এর আগমনে তাঁর কেরিয়ারে ক্ষতি হয়েছে। 

২০০৭ সালে সঞ্জয়লীলা বনশালির 'সাওয়ারিয়া' ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন 'কাপুর পুত্র' রণবীর। যদিও ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তবে রণবীর তাঁর অভিনয় প্রতিভার কারণে একের পর এক ছবির প্রস্তাব পেতে থাকেন। অন্যদিকে ২০১০ সালে যশরাজ ফিল্মসের 'ব্যান্ড বাজা বারাত'-ছবির হাত ধরে আসেন রণবীর সিং। ছবিটি সফলও হয়। দুই রণবীরের প্রথম ছবিই এসেছিল নামী প্রযোজনা সংস্থার হাত ধরে। অন্যদিকে আয়ুষ্মানের 'ভিকি ডোনার' ছবিটি ছিল একটু অন্য ঘরনার। তথাকথিত বাণিজ্যিক ছবির থেকে কিছুটা আলাদা। যদিও সেই ছবিও বক্স অফিসে সফল হয়। 

সম্প্রতি FICCI FRAMES ২০২৩-এর অনুষ্ঠানে নিজেের কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন আয়ুষ্মান। তাঁর কথায়, ‘যখন রণবীর(কাপুর) অভিনয়ে আসছে, তখন আমার মনে হয়েছিল, ইয়ে তো আ গয়া, আব মে কেয়া করুঙ্গা? (এ তো এসে গেছে, এবার আমি কী করব?) তারপর যখন আবার রণবীর সিং এসে হাজির হল ২০১০-১১ সালে, তখনও মনে হয়েছিল, আব ইয়ে ভি আ গ্যায়া আব মে কেয়া করুঙ্গা? (এবার এও এসে গেল এবার আমার কী হবে?) খুব স্বাভাবিকভাবেই তাই আমার একটু অন্যরকম ছবির হাত ধরেই শুরুটা করতে হয়। আমি টেলিভিশনের অ্যাঙ্কর ছিলাম। সুজিত সরকার আমার মধ্যে কিছু একটা দেখেছিলেন, আমায় তাই ছবির অডিশনও দিতে হয়নি। আর সেখান থেকেই শুরুটা হয়ে গিয়েছিল। আর সেটা কাজও করে।’

আয়ুষ্মানের কথায়, ‘আমার ছবির ক্ষেত্রে আমি নিজের চরিত্রের থেকেও গল্প নিয়ে বেশি মগ্ন থাকি। আমি হয়তো গল্পের মূল চালক নই, আমার চারপাশের চরিত্রগুলোও বেশি শক্তিশালী, এমনটাও হয়েছে। সেটা অ্যাকশন হিরো-তে জয়দীপ আহলাওয়াত, বরেলি কি বরফি-তে রাজকুমার রাও, বাধাই হো-তে গজরাজ রাও ও নীনা গুপ্তা বা দম লাগা কে হাইশা-এর ভূমি পেডনেকার।’

প্রসঙ্গত, ২০১৩ সালে সেরা নবাগত অভিনেতা, সেরা প্লেব্যাক গায়কের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। পরবর্তীতে তিনি বক্স অফিসে বেরেলি কি বরফি, শুভ মঙ্গল সাবধান, আন্ধাধুন, বাধাই হো, আর্টিকেল ১৫ এবং ড্রিম গার্লের মতো ছবি উপহার দিয়েছেন সেগুলি বাণিজ্যিক ভাবে বেশ সফল, আূবার সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন