বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayushmann Khurrana: দিল্লির জনপথ মার্কেটে আয়ুষ্মান, স্ট্রিট সিঙ্গার ভক্তের সঙ্গে গাইলেন গান

Ayushmann Khurrana: দিল্লির জনপথ মার্কেটে আয়ুষ্মান, স্ট্রিট সিঙ্গার ভক্তের সঙ্গে গাইলেন গান

দিল্লির ফুটপাথে ভক্তের সঙ্গে গান গাইলেন আয়ুষ্মান খুরানা

Ayushmann Khurrana: দিল্লির ফুটপাথে ভক্তের সঙ্গে গান গাইলেন আয়ুষ্মান খুরানা। হু হু করে ভাইরাল ভিডিয়ো-

দিল্লির জনপথ মার্কেটের কাছে এক স্ট্রিট গায়কের সঙ্গ দিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। গান গাইলেন ওই স্ট্রিট সিঙ্গারের সঙ্গে। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে আয়ুূষ্মানের সেই ভিডিয়ো। ভিডিয়োতে ফুটপাথে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে অভিনেতাকে।

দিল্লির ফুটপাথে গিটার বাজিয়ে গান গেয়ে উপার্জন করেন শিবম। তাঁর কণ্ঠে মুগ্ধ হয় চলতি পথিকরা। অভিনেতা তথা গায়ক আয়ুষ্মানের বড় ভক্ত সে। কিছুদিন আগে অভিনেতার ‘ভিকি ডোনার’ ছবির জনপ্রিয় গান ‘পানি দা রং’ গেয়ে নেটমাধ্যমে ভিডিয়ো শেয়ার করেছিলেন। ট্যাগ করেছিলেন আয়ুষ্মান খুরানাকে। শিবমের দীর্ঘ দিনের মনের ইচ্ছে ছিল আয়ুষ্মানের সঙ্গে কণ্ঠ মেলাবেন। অবশেষে সে স্বপ্ন সত্যি হল তাঁর।

দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন: চড়-জুতোর বাড়ি কোনটাই বাদ যেত না, ছোটবেলায় বাবার হাতে উধুম মার খেতেন আয়ুষ্মান

নেটমাধ্যমে ভিডিয়ো শেয়ার করে শিবম লিখেছেন, ‘ধন্যবাদ @ayushmannk নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখার জন্য। #PaniDaRang/#JehdaNasha শিবমের গিটারে।’ প্রসঙ্গত, দিল্লিতে আসন্ন সিনেমর প্রচারে গিয়েছেন অভিনেতা। কাজের ফাঁকেই নিজের প্রতিশ্রুতি রাখতে হাজির হন শিবমের কাছে। প্রিয় গায়ককে কাছের থেকে দেখতে পেয়ে আপ্লুত স্ট্রিট সিঙ্গার শিবম। অভিনেতাকে কুর্নিশ নেটদুনিয়ার।

শিবমের এই ভিডিয়ো পালটা নেটমাধ্যমের পাতায় শেয়ার করেন অয়ুষ্মান। লিখেছেন, ‘শিবম আমার গান গাওয়ার জন্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল।’ সম্প্রতি দ্য অ্যাকশন হিরো সিনেমার প্রচারে দিল্লিতে গিয়েছিলেন আয়ুষ্মান। সেখান থেকেই তাঁর এই ভিডিয়ো ভাইরাল।

বন্ধ করুন