বক্স অফিসে ঝড় তুলছে অজয় দেবগণের সিংঘম এগেন। এর মাঝেই নতুন ছবির টিজার নিয়ে হাজির নায়ক। যদিও সেই ছবির মূল আকর্ষণ বলিউডের দুই স্টার কিড। অজয়ের ভাইপো আমন দেবগণ এবং রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির ডেবিউ ছবি আজাদের টিজার অবশেষে প্রকাশ্যে। এই পিরিয়ড ছবির টিজার দেখে অনেকের কাছেই টাটকা হয়েছে টারজন.. দ্য ওয়ারন্ডার কারের স্মৃতি।
তবে কোনও গাড়ি নয়, প্রাক-স্বাধীনতার প্রেক্ষাপটে তৈরি পরিচালক অভিষেক কাপুরের এই ছবির কেন্দ্রে রয়েছে এক ঘোড়া। যার নাম আজাদ। আজাদের আনুগত্য, এবং এক পরিবারের তার প্রতি ভালোবাসাকে ঘিরেই এগোয় এই গল্প।
টিজারে উঠে এল অজয় একজন ওস্তাদ ঘোড়সওয়ার যিনি তার ঘোড়ার সাথে সুন্দর বন্ধন ভাগ করে নেন। নৃশংস ইংরেজ সেনাবাহিনীর হাত থেকে পালানোর সময় অজয়ের ঘোড়াটি নিখোঁজ হয়ে যায়। আমানের কাঁধে গুরুদায়িত্ব ঘোড়াটিকে খুঁজে বের করার।
দেখুন ট্রেলার
রাশার উপস্থিতি টিজারে খুব বেশি নেই। একটি সমৃদ্ধ পরিবারের মেয়ের চরিত্রে রয়েছেন রবিনা কন্যা।
এই ছবির টিজার নেটিজেনদের টারজান: দ্য ওয়ান্ডার কার ফ্ল্যাশব্যাক দিয়েছে। ২০০৪ সালের সেই সিনেমায়, অজয়কে একটি ভূতের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। যিনি খুনের বদলা নিতে এবং ছেলেকে রক্ষা করতে একটি কাস্টম-মেড গাড়ি তৈরিতে ছেলেকে সহয়তা করেছিলেন। এখানে যদিও অজয় ভূত নন, রক্তমাংসের একজন মানুষ।
'কাই পো চে', 'কেদারনাথ', 'রক অন', 'চণ্ডীগড় করে আশিকি'র মতো সিনেমার সুবাদে পরিচিতি অভিষেক কাপুরের। নতুন মুখদের সুযোগ দিতে বরাবরই তাঁর জুড়ি মেলা ভার। রনি স্ক্রুওয়ালা ও প্রজ্ঞা কাপুর প্রযোজিত 'আজাদ' ২০২৫ সালের জানুয়ারিতে বড় পর্দায় মুক্তি পাবে।
২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা টন্ডন। রাশা হলেন তাঁদেরই মেয়ে। যদিও বিয়ের বহু আগেই ছায়া ও পূজাকে দত্তক নিয়েছিলেন রবিনা। রাশা রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন, তাঁকে ফলো করেন প্রায় ৮ লক্ষ নেটিজেন। ইনস্টায় হামেশাই ফ্যাশনিস্তার অবতারে ধরা দেন ১৮ বছরের এই কন্যে।
বলিউডে অভিষেকের আগে, রাশা হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন যে তিনি তার মায়ের কাছ থেকে কী শিখেছেন। রাশার কথায়, ‘আমার মায়ের দিকনির্দেশনা আমার কাছে অমূল্য, তিনি একজন অভিনেত্রী বলে নয়, কারণ তিনি আমার মা। তিনি মাধুর্য এবং পরিপক্কতার সাথে নিজেকে পরিচালনা করেছেন এবং আমি ১০০% তার মতোই হতে চাই। তিনি আমার রোল মডেল, তাই অবশ্যই আমি সবকিছুর জন্য তার দিকে তাকিয়ে থাকি’।