নেটদুনিয়ায় জুড়ে জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া ওরফে ‘বিয়ারবাইসেপস’-এর প্রশ্ন ঘিরে উঠেছে নিন্দার ঝড়। কমেডিয়ান সময় রায়নার ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে দেখা গিয়েছিল রণবীরকে। সেখানেই এক প্রতিযোগীকে মজার ছলে বাবা মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন করেন তিনি। নেটদুনিয়া জুড়ে শুরু হয় জোর চর্চা। সেই ঘটনার পর তাঁর নামে অভিযোগও দায়ের করা হয়। তবে নিজের এই কাজের জন্য লজ্জিত রণবীর ভিডিয়ো পোস্ট করে ক্ষমাও চান। কিন্তু এবার রণবীরের শো বয়কট করলেন বি প্রাক। এই শোতে তাঁর আসার কথা ছিল গায়কের কিন্তু এখন তিনি জানিয়েছেন যে, তিনি আসবেন না।
যা বললেন বি প্রাক
তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে বি প্রাক বলেছেন, ‘আমার একটি পডকাস্টে উপস্থিত হওয়ার কথা ছিল, বিয়ার বাইসেপস, কিন্তু আমি সেখানে যাচ্ছি না। কেন? যেহেতু আমরা সবাই দেখছি তাঁর চিন্তাভাবনার কতটা খারাপ অবস্থা। সময় রায়নার শো-তে তিনি যা শব্দ চয়ন করেছেন তা আর বলার নয়।’
আরও পড়ুন: মা-বাবার যৌনতা নিয়ে প্রশ্ন সন্তানকে! 'আমি যা করেছি…', ভিডিয়ো পোস্ট করে ক্ষমা চাইলেন রণবীর
তিনি আরও বলেন, ‘এটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। কারুর বাবা-মাকে নিয়ে কীভাবে বলতে পারেন? আপনি তাঁদের সম্পর্কে কি বলছেন ভেবে বলুন, এটা কি কমেডি? আপনি মানুষকে গালি দিচ্ছেন, গালি দিতে শেখাচ্ছেন... আমি এই প্রজন্মকে বুঝতে পারছি না।’
আরও পড়ুন: ‘ছেলেবেলার পর প্রথম…’, ছুরির কোপে রক্তাক্ত হন সইফ, হাসপাতালে ছেলের জন্য ঘুমপাড়ানি গান ধরেন শর্মিলা!
গায়ক রণবীরের করুণ চিন্তাভাবনাকে কটাক্ষ করেন। তাঁর মতে, রণবীর কীভাবে তাঁর পডকাস্টে আধ্যাত্মিকতা প্রচার করছেন! গায়কের মতে, ইউটিউবারের উচিত তাঁর সামগ্রীর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধের প্রচার করা। ভবিষ্যত প্রজন্মের ক্ষতি করা উচিত নয়।
প্রতিযোগীকে কী জিজ্ঞেস করেছিলেন রণবীর?
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর ওই ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে প্রতিযোগীতায় অংশ নিতে আসা ওই প্রতিযোগীকে রণবীর জিজ্ঞাসা করছেন, ‘আপনি কি আপনার মা-বাবাকে সারা জীবন যৌনমিলনে লিপ্ত হতে দেখতে চান? নাকি তাতে একবার যোগ দিয়ে সেটাকে সারা জীবনের মতো বন্ধ করে দিতে চান?’ রণবীরের মুখে এই প্রশ্ন শুনে স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন প্রতিযোগী। তখন সময় রায়না বলেন, 'এগুলো সব ওঁর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।'