আসতে চলেছে অ্যাকশনে ভরপুর ছবি বাপ। আর এই ছবিতেই যে ৯০ দশকের নস্টালজিয়া ফিরতে চলেছে সেটা ফার্স্ট লুক থেকে স্পষ্ট। এই ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, সানি দেওল, জ্যাকি শ্রফকে। এঁরা প্রত্যেকেই ৮০-৯০ দশকের সেরা অ্যাকশন হিরো ছিলেন। বুধবার, ৯ নভেম্বর এই ছবির অভিনেতারা তাঁদের আগামী ছবি বাপ- এর ফার্স্ট লুক দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন। তাঁদের দেখা গেল রাফ অ্যান্ড টাফ গ্যাংস্টারের লুকে।
জ্যাকি শ্রফ এই ছবির ফার্স্ট লুক টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করেন। এবং সেখানে লেখেন, 'শ্যুট, মজা, বন্ধুত্ব অনাবিল।' এই ছবিতে দেখা যায় চার অভিনেতা সিঁড়িতে বসে আছেন ক্যামেরার দিকে তাকিয়ে।
জ্যাকি শ্রফ পরে আছেন তাঁর সিগনেচার স্টাইলের মিলিটারি প্রিন্টের জ্যাকেট সঙ্গে আন্ডার শার্ট। কপালে একটি ফেট্টি বাঁধা তাঁর। যেমনটা তাঁকে তাঁর অল্প বয়সের ছবিতে দর্শক দেখেছে। অন্যদিকে সঞ্জয় দত্ত পরেছিলেন একটি লেদার জ্যাকেট সঙ্গে গোটি। তাঁর এই ছবির হেয়ার স্টাইল দর্শকদের মনে করিয়ে দেবে তাঁর প্রাক ২০০০ সালে মুক্তি পাওয়ার ছবির কথা। সানি দেওল পরেছিলেন খাকি রঙের একটি পোশাক, অনেকটা আমেরিকান কয়েদিদের পোশাকের মতো। সঙ্গে লম্বা চুল, দাড়ি। তাঁর এই লুক অনেকটা তাঁর জিৎ ছবির লুকের মতো হয়েছে। মিঠুন চক্রবর্তীর পরনে আছে আর্মি টুপি যার জন্য তিনি একটা সময় বিখ্যাত ছিলেন। এছাড়া তিনি একটা লেদার জ্যাকেট এবং ডেনিম পরে রয়েছেন।
ভক্তরা এই ছবির ফার্স্ট লুক দেখে দারুন উচ্ছ্বসিত। বিশেষ করে এই চার অভিনেতাকে একত্রে দেখে। এক ভক্ত এই ছবিতে কমেন্ট করেছেন, 'সমস্ত ফার্স্ট লুকের বাপ এই ছবি।' আরেকজন লেখেন, '৮০ এর দশকের সমস্ত অ্যাকশন হিরোদের একত্রে দেখে দারুন লাগছে।'
এই ছবির কথা প্রথম ঘোষণা করা হয় মিঠুন চক্রবর্তীর ৭২তম জন্মদিনের দিন। এই ছবিটির পরিচালনা করবেন বিবেক চৌহান। এক মাসের মধ্যেই বলা হচ্ছে এই ছবির শ্যুটিং হয়ে যাবে। একাধিক জায়গায় এই ছবির শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।