বাংলা নিউজ > বায়োস্কোপ > বছর ৪০-এর সিঙ্গল ফাদার যিশুর সফর 'বাবা, বেবি ও', শোলাঙ্কি কি পারবেন সঙ্গী হতে?

বছর ৪০-এর সিঙ্গল ফাদার যিশুর সফর 'বাবা, বেবি ও', শোলাঙ্কি কি পারবেন সঙ্গী হতে?

প্রকাশ্যে বাবা, বেবি ও-র ট্রেলার

বাবা হওয়া এতো সোজা নয়, আর সিঙ্গল ফাদার হওয়া তো আরও কঠিন! 

আরও এক ছক ভাঙা গল্প নিয়ে হাজির ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ খ্যাত পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এবার চল্লিশোর্ধ সিঙ্গেল ফাদার মেঘ রোদ্দুরের গল্প বলবেন পরিচালক। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছে সে, অথচ তাঁর জীবন আচমকাই পালটে যাবে বৃষ্টির আগমনে। মেঘ রোদ্দুরের ভূমিকায় যিশু সেনগুপ্ত আর বৃষ্টির ভূমিকায় শোলাঙ্কি রায়। শিবপ্রসাদ-নন্দিতা প্রযোজিত এই ছবির মাধ্যমে টলিপাড়া পেতে চলেছে আরও এক নতুন জুটি, যিশু-শোলাঙ্কির ‘মায়াবী’ রসায়ন তো আগেই মুগ্ধ করেছে দর্শকদের। 

যিশু-শোলাঙ্কির ‘মায়াবী’ রসায়ন তো আগেই মুগ্ধ করেছে দর্শকদের
যিশু-শোলাঙ্কির ‘মায়াবী’ রসায়ন তো আগেই মুগ্ধ করেছে দর্শকদের

রবিবার মুক্তি পেল বাবা, বেবি ও ট্রেলার। চল্লিশের গণ্ডি পেরিয়ে মেঘ রোদ্দুর সারোগেসির মাধ্যমে আনন্দ তো পেল, কিন্তু ‘ঝামেলা-ঝক্কি’ও কম নয়। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো সে সব কী ওত্তো সোজা! মা-বাবা দুজনের ভূমিকা পালন করতে গিয়ে হিমসিম খাচ্ছে সে। বাবা-মা'র শত আবদার সত্ত্বেও বিয়েতে গররাজি সে। কিন্তু আচমকাই মেঘের জীবনে বৃষ্টি নেমে আসে। আর তারপর নানান আছিলায় মেঘের জীবনের সঙ্গে জুড়ে যায় সে। ঠিক যেন নাইন্টিজের প্রেমের গল্প… কিন্তু তখন মেঘের জীবনে এন্ট্রি সৌভিকের (গৌরব চট্টোপাধ্যায়)। বৃষ্টির পার্টনার সে। স্বামী না সহবাস সঙ্গী? তা কিন্তু স্পষ্ট নয়। মন ভাঙে মেঘের। অন্যদিকে যমজ সন্তানদের সিঙ্গল ফাদার মেঘ ও তাঁর দুই সন্তানের সঙ্গে মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে বৃষ্টিও কিন্তু ছোট বাচ্চা আদতে পছন্দ করে না সে, বরং বাচ্চার কান্নার আওয়াজ শুনলেই নাকি বড্ড মাথা ধরে তাঁর!  তবে? কেমন হবে এই প্রেমের গল্প? জানতে অপেক্ষায় দর্শকরা। 

পরিচালকের কথায়, ‘বাবা, বেবি ও একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প এবং সম্পূর্ণ পারিবারিক বিনোদনমূলক ছবি’। মেঘ রোদ্দুর আর বৃষ্টির প্রেমের উপখ্যান নিয়ে আগামী ৪ঠা ফেব্রুয়ারি বক্স অফিসে হাজির হচ্ছেন যিশু-শোলাঙ্কি, এখন অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকরা। 

 

বন্ধ করুন