অভিনেত্রী তৃপ্তি দিমরি এবং নায়িকার চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্ট নতুন বছর উদযাপন করতে ফিনল্যান্ডে হাজির হয়েছে। ইনস্টাগ্রামে দু'জনেই একই লোকেশন থেকে একইরকম ছবি পোস্ট করেছেন, যা দেখে কারুর বুঝতে বাকি নেই একত্রেই রয়েছেন তাঁরা। 'ভাবি ২' তৃপ্তির সঙ্গে স্যাম মার্চেন্টের প্রেম দীর্ঘদিন ধরেই বলিউডের ওপেন সিক্রেট। বছর শেষে কি প্রেমের ইস্তেহার দিয়ে দিলেন নায়িকা?
ফিনল্যান্ডের বরফের মাঝে জমাটি প্রেম
একটি ক্লিপে দেখা যাচ্ছে, বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তৃপ্তি। তিনি বরফে ঢাকা রোভানিয়েমির ঝলক শেয়ার করেছেন। তৃপ্তি বেশ কয়েকটি সেলফি পাশাপাশি স্যামের তোলা ছবি এবং ভিডিওও শেয়ার করেছেন। তাকে কালো এবং লাল শীতের পোশাকে দেখা গেছে। তুষারপাতের একটি ক্লিপ শেয়ার করে তৃপ্তি লিখেছেন, ‘তুষারপাতের সাক্ষী হতে পেরে ধন্য’।



স্যাম মার্চেন্ট রোভানিয়েমিতে থাকার দৃশ্যের শেয়ার করেছেন ইনস্টায় লিখেছেন, ‘আমার জীবনে প্রথমবার’। আরেকটি ক্লিপে তিনি শেয়ার করেছেন তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি। মাছ, তরকারি ও নুডলস খাওয়ার ছবি থেকে সুমেরু প্রভার ঝলকও উঠে এসেছে স্যামের পোস্টে।




কথায় আছে ছবি কথা বলে! তাই একসঙ্গে ছবি পোস্ট না করলেও তাঁদের চুরি সহজেই ধরে ফেলেছে ভক্তরা। দু'জনেই একই ফায়ারপ্লেসের ভিডিও শেয়ার করেছেন যখন একজন ব্যক্তি কাঠের গুঁড়ি রাখছেন। তারা বরফের মধ্যে বল্গা হরিণের হাঁটার ক্লিপও পোস্ট করেছে। তুষার উপভোগ করতে করতে ভিডিও শেয়ার করেছেন তাঁরা। ফ্যানেদের দাবি, এবার তো একসঙ্গে ছবি পোস্ট করো!
নায়িকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন নয়। ভুলভুলাইয়া ৩-র মতো ব্লকবাস্টার ছবি এখন তৃপ্তির ঝুলিতে। তৃপ্তির সঙ্গে স্যামের প্রেমচর্চা নতুন নয়। চলতি বছরের গস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল দুজনকে। এর আগে তৃপ্তির 'ব্যাড নিউজ' ছবিটির রিভিউও করেছিলেন স্যাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তি ও ভিকি কৌশলের 'তৌবা তৌবা' গানের একটি ক্লিপ পোস্ট করে স্যাম লিখেছিলেন, ‘দারুণ পারফরম্যান্স’।
শোনা যায়, অনুষ্কা শর্মার ভাই অভিনেতা কর্ণেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তৃপ্তি ও কর্ণেশের বিচ্ছেদের কথা। পেশায় ব্যবসায়ী তৃপ্তির বর্তমান প্রেমিক।
তৃপ্তিকে সর্বশেষ কার্তিক আরিয়ানের বিপরীতে ভুল ভুলাইয়া ৩-তে দেখা গিয়েছিল। আগামিতে বিশাল ভরদ্বাজের ছবিতে অভিনেতা শহিদ কাপুরের সাথে জুটি বাঁধবেন তৃপ্তি। সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-তে দেখা যাবে অভিনেত্রীকে।