বাংলা নিউজ > বায়োস্কোপ > Babil shares Irrfan Khans possession: ইরফানের স্মৃতিচারণ, জুরাসিক ওয়ার্লডে ব্যবহৃত চেয়ারের ছবি প্রকাশ্যে আনলেন বাবিল

Babil shares Irrfan Khans possession: ইরফানের স্মৃতিচারণ, জুরাসিক ওয়ার্লডে ব্যবহৃত চেয়ারের ছবি প্রকাশ্যে আনলেন বাবিল

ইরফানের স্মৃতিচারণ বাবিলের

Babil Khan shares Irrfan Khan's possessions pics: ইরফান খানের জমানো বেশ কিছু জিনিসের ছবি প্রকাশ্যে আনলেন বাবিল খান। তাঁর বাবার ব্যবহার করা বেশ কিছু জিনিসের ছবি পোস্ট করে সেগুলো সকলের সঙ্গে ভাগ করে নিলেন বাবিল। দেখুন ছবি।

সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে হামেশাই কিছু না কিছু পোস্ট করতে থাকেন ইরফান পুত্র বাবিল খান। ইরফান খানের জমানো কিছু জিনিস, তাঁর ব্যবহার করা বেশ কিছু জিনিসের ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই উঠতি অভিনেতা। মঙ্গলবার, ৩১ জানুয়ারি ইরফান খান ব্যবহৃত একাধিক জিনিসের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। ভাসলেন বাবার স্মৃতিতে।

বাবার ব্যবহৃত জিনিসের ছবি শেয়ার করে বাবিল লেখেন, 'মাইসোরে যাচ্ছি একটি অভিনয়ের ওয়ার্কশপের জন্য। ভাবলাম তার আগে এই জিনিসগুলোর ছবি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। মায়ের বাগান বাড়ি থেকে এগুলো পেলাম। দ্য নেমসেক ছবিতে বাবার অভিনীত চরিত্র অশোকের জন্য বানানো এবং ব্যবহৃত সুগন্ধি, জুসারিক ওয়ার্ল্ডের শ্যুটিং করার সময় বাবা যে চেয়ারে বসতেন।' জিনিসগুলো চিনিয়ে দিয়ে, তার সঙ্গে জড়িয়ে থাকা গল্প বলে বাবিল লেখেন, 'গল্প শেষ। এবার কাজে ফেরত যান। জলদি আবার দেখা হবে।'

বাবিল খানের এই পোস্টে অনেকেই রিঅ্যাক্ট করেছেন। তাঁকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর জন্য প্রার্থনা করেছেন। এক ব্যক্তি লেখেন, ' আমার এটা দেখে খুব ভালো লাগে যে কোনও জিনিসকে তুমি নিজের বলে দাবি করো না কখনও, সে গাড়ি বাড়ি যাই হোক না কেন। সবসময় বলো যে এটা আমার মা বা বাবার। এখান থেকেই বোঝা যায় তুমি কতটা বিনয়ী। কতটা ভালো মানুষ। সব সফলতা ধরা দিক তোমার কাছে।'

২০২০ সালের এপ্রিল মাসে ইরফান খান ক্যানসারে মারা যান। তাঁকে শেষবার ইংরেজি মিডিয়াম ছবিতে দেখা গিয়েছিল। ২০১৮ সালে অভিনেতা জানান যে তাঁর ক্যানসার ধরা পড়েছে। ইংল্যান্ডে তাঁর চিকিৎসা চলছিল।

বাবিল তাঁর বলিউড ডেবিউ করেন কলা ছবির মাধ্যমে। যদিও এটা বড়পর্দার বদলে ওয়েব মাধ্যমে মুক্তি পেয়েছিল। তাঁর সঙ্গে এই ছবিতে তৃপ্তি দিমরি এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে।

বন্ধ করুন