বাংলা নিউজ > বায়োস্কোপ > Babul Supriyo on Pathaan: 'হুমকি উপেক্ষা করে মানুষ হলে আসছেন', পাঠান বিরোধীদের কটাক্ষ বাবুল সুপ্রিয়র

Babul Supriyo on Pathaan: 'হুমকি উপেক্ষা করে মানুষ হলে আসছেন', পাঠান বিরোধীদের কটাক্ষ বাবুল সুপ্রিয়র

পাঠান বিরোধীদের কটাক্ষ বাবুল সুপ্রিয়র

Babul Supriyo on Pathaan: এবার পাঠানের প্রশংসা শোনা গেল বাবুল সুপ্রিয়র মুখে। যাঁরা এই ছবির বিরোধিতা করেছেন তাঁদের কথা প্রসঙ্গে কটাক্ষ করতেও দেখা যায় তাঁকে।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত পাঠান। দীর্ঘ চার বছর পর এই ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করলেন কিং খান। ইতিমধ্যেই দর্শক থেকে সমালোচক, সেলেবরা সকলেই এই ছবির প্রশংসা করতে শুরু করেছেন। এবার তাতে নাম লেখালেন বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয় ২৬ জানুয়ারি টুইটারে পাঠান নিয়ে নিজের মনের কথা শোনান। তিনি তাঁর পোস্টে স্পষ্ট জানান যে এই ছবির হাত ধরেই ভারতীয় বিনোদন জগৎ ঘুরে দাঁড়িয়েছে।

গায়ক তাঁর পোস্টে লেখেন, 'মহামারীর পর ফের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। মানুষ আবার সিনেমা হলে যাচ্ছেন, ছবি দেখছেন।' তিনি তাঁর এই পোস্টে লেখেন, 'হুমকি, বয়কট ট্রেন্ড সব উপেক্ষা করেই মানুষ আবার হলে যাচ্ছেন। অনেকেই আবার তাঁদের জীবিকা নির্বাহ করছেন সিনেমার হাত ধরে। অকারণ শব্দকে পিছনে ফেলে এভাবে গান এবং বিনোদনকে এগিয়ে যেতে দেখে ভীষণ ভালো লাগছে।' ফলে তাঁর পোস্ট থেকে এটা স্পষ্ট যে তিনি সেই বিক্ষোভকারীদের এক হাত নিলেন যাঁরা পাঠান ছবির বিরোধিতা করেছেন। এই ছবি না চলতে দেওয়ার হুমকি দিয়েছেন।

এই টুইটে তিনি একটি রিপ্লাইয়ে আরআরআর ছবিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। গোটা বিশ্বজুড়ে এই ছবিটি সফলতা পেয়েছে, বক্স অফিসে দাপিয়ে বেরিয়েছে সেটার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে তিনি এও জানান যে তিনি আশাবাদী যে এসএস রাজামৌলির ছবি অস্কার পাবে এবং একই সঙ্গে পাঠান বিশ্বজুড়ে প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা করবে।

তিনি লেখেন, 'বিশ্ব মঞ্চ থেকে আরও অস্কার আসছে দেশে। পাঠান অন্তত ৮০০ কোটি টাকার ব্যবসা করবে বিশ্বজুড়ে। এসএস রাজামৌলি, শাহরুখ খান, যশ রাজ ফিল্মস, এমএম কিরাবাণীকে অনেক শুভেচ্ছা।'

 

বিশ্বজুড়ে এই ছবিটি ৮০০০টি হলে চলছে। প্রথম শোয়ের পর নতুন করে শতাধিক শো পেয়েছে এই ছবি। প্রথম দিনই ৫০কোটির ব্যবসা করেছে এই ছবি।

বন্ধ করুন