মুক্তি পেল বেবি জন ছবিটির ট্রেলার। গোটা ট্রেলার জুড়েই দুর্দান্ত অ্যাকশন। সঙ্গে রয়েছে মেয়েকে আগলানোর শপথ। প্রাণ বাজি রেখে হলেও একজন বাবা সন্তানের জন্য কী করতে পারেন সেটারই আভাস দিল ট্রেলার। সঙ্গে অ্যাটলির এই ছবি উসকে দিল তাঁরই আরেক ছবি জওয়ানের স্মৃতি।
প্রকাশ্যে বেবি জন ছবিটির ট্রেলার
সোমবার বিকেলে প্রকাশ্যে এল বেবি জন ছবিটির ট্রেলার। তিন মিনিটের এই ভিডিয়ো জুড়ে কেবলই দুর্ধর্ষ অ্যাকশন। সঙ্গে রয়েছে মহার ছোঁয়াও। বাদ যায়নি বিনোদন। এই ছবিতে বরুণ ধাওয়ানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তাঁর সঙ্গে দেখা যাবে কীর্তি সুরেশ, সানিয়া মালহোত্রা, ওয়ামিকা গাব্বিকেও।
আরও পড়ুন: '২০২১ এ নাকি হঠাৎ আমার উচ্চতা বেড়ে যায়', 'হাইট'র জন্য কাজ পেতেন না মৌসুমী! ডুবে যান অবসাদে
বেবি জন ছবিটির ট্রেলারের শুরুতেই ধরা পড়ে বরুণ ধাওয়ান এবং তাঁর মেয়ের মিষ্টি সম্পর্কের কথা। বাবা হিসেবে তাঁর যা যা কর্তব্য সব তিনি করেন। বাবাকে বেবি বলে ডাকে তার মেয়ে, কিন্তু মনে করিয়ে দেয় বেবি বলে ডাকে বলেই সে বাচ্চা নয় মোটেই। কখন পুলিশ হিসেবে অ্যাকশন করতে দেখা যায় বরুণ ধাওয়ানকে, কখনও সাধারণ মানুষ হিসেবে।
খলনায়ক হিসেবে ঝলকেই নজর কাড়লেন জ্যাকি শ্রফ। সঙ্গে ট্রেলারের কিছুটা জায়গা সমাজের দুর্নীতি, খারাপ দিক দেখানোয় উসকে গিয়েছে জওয়ান ছবিটির স্মৃতিও। গত বছরই মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত, শাহরুখের জওয়ান। বেবি জন ছবিটির ট্রেলারের শেষে বরুণ ধাওয়ানকে বলতে শোনা যায়, যাই হয়ে যাক তিনি তাঁর মেয়েকে রক্ষা করবেন।
বেবি জন প্রসঙ্গে
বেবি জন ছবিটির পরিচালনা করেছেন এ কালেশ্বরন। ছবিটির নেপথ্যে আছেন অ্যাটলি। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে বেবি জন। ছবিটির প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে।