দিন কয়েক আগেই মা হতে চলার খবর জানিয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা। হবু সন্তানের পিতৃ পরিচয় না জানানোয় অনেকেই অকারণে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন অভিনেত্রীকে। যদিও ট্রোলারদের জবাব দেওয়ার প্রয়োজনবোধ করেননি অভিনেত্রী। মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিচ্ছেন তিনি। সদ্যই নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন ইলিয়ানা।
সাদা-কালো ভিডিয়োয় অভিনেত্রীর পাশেই দেখা মিলেছিল তাঁর পোষ্যের। ইলিয়ানার হাতে কফির কাপ। ভিডিয়োয় লেখা, ‘লাইফ লেটলি’ (আজকাল জীবন যেভাবে কাটছে)। প্রেক্ষাপটে বাজছে, ‘আ বিউটিফুল মর্নিং’ গান। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি তা স্পষ্টতই ধরা পড়েছিল। তবে একদিন যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার অস্বস্তিকর দিকটা তুলে ধরলেন ইলিয়ানা। ছাই রঙা কম্বল গায়ে সাদা বিছানায় শুয়ে রয়েছেন হবু মা। ক্যাপশনে লিখেছেন, ‘যখন তুমি ঘুমাতে চাও তোমার সন্তান পেটের মধ্যে ডান্স পার্টি শুরু করে’। পরে লেখেন, ‘অবশেষে আমরা একটু ঘুমিয়েছি’। পেটের ভিতর বেড়ে উঠছে আরও একটা জীবন, সেই অনুভূতি প্রতি মুহূর্তে উপভোগ করছেন নায়িকা।
আরও পড়ুন-মা হওয়ার গুঞ্জনে জেরবার ক্যাটরিনা! এবার নিজের মুখে জানালেন সন্তান নিয়ে পরিকল্পনা
সূত্রের খবর, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা জুটির প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা।
তার আগে দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়,গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পথ আলাদা হয় দুজনের। এরপর গত বছর ইলিয়ানার লাভ লাইফ নিয়ে নতুন তথ্য সামনে আসে।
রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। একটা সময় বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন, তবে দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা মেলেনি ইলিয়ানার। শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে ইলিয়ানার।