বাংলা নিউজ > বায়োস্কোপ > Ileana D’Cruz: ‘পেটের ভিতর বেবির ডান্স পার্টি চলছে’, লাথি মারছে হবু সন্তান, ঘুম উড়েছে ইলিয়ানার

Ileana D’Cruz: ‘পেটের ভিতর বেবির ডান্স পার্টি চলছে’, লাথি মারছে হবু সন্তান, ঘুম উড়েছে ইলিয়ানার

ইলিয়ানা ডিক্রুজ

Ileana D’Cruz: সন্তানের পিতৃত্ব নিয়ে চুপ ইলিয়ানা। তবে মাতৃত্বকালীন দশার প্রতিদিনের আপটেড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অভিনেত্রী। 

দিন কয়েক আগেই মা হতে চলার খবর জানিয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা। হবু সন্তানের পিতৃ পরিচয় না জানানোয় অনেকেই অকারণে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন অভিনেত্রীকে। যদিও ট্রোলারদের জবাব দেওয়ার প্রয়োজনবোধ করেননি অভিনেত্রী। মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিচ্ছেন তিনি। সদ্যই নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন ইলিয়ানা।

সাদা-কালো ভিডিয়োয় অভিনেত্রীর পাশেই দেখা মিলেছিল তাঁর পোষ্যের। ইলিয়ানার হাতে কফির কাপ। ভিডিয়োয় লেখা, ‘লাইফ লেটলি’ (আজকাল জীবন যেভাবে কাটছে)। প্রেক্ষাপটে বাজছে, ‘আ বিউটিফুল মর্নিং’ গান। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি তা স্পষ্টতই ধরা পড়েছিল। তবে একদিন যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার অস্বস্তিকর দিকটা তুলে ধরলেন ইলিয়ানা। ছাই রঙা কম্বল গায়ে সাদা বিছানায় শুয়ে রয়েছেন হবু মা। ক্যাপশনে লিখেছেন, ‘যখন তুমি ঘুমাতে চাও তোমার সন্তান পেটের মধ্যে ডান্স পার্টি শুরু করে’। পরে লেখেন, ‘অবশেষে আমরা একটু ঘুমিয়েছি’। পেটের ভিতর বেড়ে উঠছে আরও একটা জীবন, সেই অনুভূতি প্রতি মুহূর্তে উপভোগ করছেন নায়িকা।

আরও পড়ুন-মা হওয়ার গুঞ্জনে জেরবার ক্যাটরিনা! এবার নিজের মুখে জানালেন সন্তান নিয়ে পরিকল্পনা

<p>মাতৃত্বের অনুভূতি</p>

মাতৃত্বের অনুভূতি

সূত্রের খবর, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা জুটির প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা।

তার আগে দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়,গোপনে বিয়েও করেছিলেন দুজনে। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পথ আলাদা হয় দুজনের। এরপর গত বছর ইলিয়ানার লাভ লাইফ নিয়ে নতুন তথ্য সামনে আসে।

আরও পড়ুন-সন্তানের পিতৃত্ব নিয়ে চুপ, ট্রোলের জবাব না দিয়ে প্রেগন্যান্ট হওয়ার সুবিধার কথা জানালেন ইলিয়ানা

রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। একটা সময় বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন, তবে দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা মেলেনি ইলিয়ানার। শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে ইলিয়ানার।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.