বাংলা নিউজ > বায়োস্কোপ > Aaradhya Bachchan: দাদু-ঠাকুমাকে পাশে নিয়ে কেক কাটছে আরাধ্যা, সুযোগ বুঝে ঐশ্বর্যকে চুমু অভিষেকের!

Aaradhya Bachchan: দাদু-ঠাকুমাকে পাশে নিয়ে কেক কাটছে আরাধ্যা, সুযোগ বুঝে ঐশ্বর্যকে চুমু অভিষেকের!

সবার মাঝেই আদুরে চুমু অভিষেকের

Aaradhya Bachchan Birthday Party: পরিবারের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশনে মাতোয়ারা আরাধ্যা, প্রকাশ্যে বার্থ ডে পার্টিক অন্দরের ভিডিয়ো। 

নভেম্বর মাসেই জন্ম ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর কন্যার। দিন কয়েক আগেই ১১-য় পা দিয়েছে আরাধ্যা। পরিবার ও আরাধ্যার বন্ধু-বান্ধবদের নিয়েই জমে উঠেছিল বচ্চন পরিবারের খুদে সদস্যের জন্মদিনের পার্টি। অবশেষে প্রকাশ্যে আরাধ্যার বার্থ ডে পার্টির অন্দরের ছবি। বাবা-মা, দাদু-ঠাকুমা, দিদিমা-কে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটছে আরাধ্যা, সেই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে।

ভিডিয়োয় দেখা গেল সাদা ড্রেসে একদম পরীর মতো সেজেছে আরাধ্য়া। তাঁর সামনে রাখা জন্মদিনের বিশাল কেক। অ্যাশের কথায় সকলে ‘হ্যাপি বার্থ ডে’ গাইতে শুরু করে, মেয়েকে কেক কাটতেও সাহায্য করলেন ঐশ্বর্য। এরপর আরাধ্যার মুখে তুলে দিলেন একটি টুকরো। ভিডিয়োয় নাতনির বিশেষ দিনে আনন্দে ভাসতে দেখা গেল অমিতাভ-জয়াকে। তবে এই ভিডিয়োয় সবার নজর কাড়ল অ্যাশের প্রতি অভিষেকের ভালোবাসা। সুযোগ বুঝে মেয়ের পাশাপাশি বউয়ের কপালেও আলতো চুমু আঁকলেন বচ্চন জুনিয়র।

পার্টি মিটতে ঐশ্বর্য মা বৃন্দা রাইকে বাইরে ছাড়তে এসেছিলেন ঐশ্বর্য আর অভিষেক। সেই ভিডিয়ো আগেই দেখেছেন নেটিজেনরা। গত মঙ্গলবার ছিল আরাধ্যার জন্মদিন, যদিও জলসায় এই পার্টির আয়োজন হয়েছিল দু-দিন আগে। মেয়ের জন্মদিনে ঐশ্বর্য একটি আদুরে ছবি পোস্ট করে আরাধ্যার উদ্দেশে লেখেন- 'আমার ভালবাসা, আমার জীবন, খুব ভালবাসি তোমায়, আমার আরাধ্যা।’ মেয়ের ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো ছবি পোস্ট করে ট্রোলের শিকার হয়েছিলেন অ্যাশ, যদিও পালটা জবাব দেননি নায়িকা।

পার্টি মিটতে ঐশ্বর্য মা বৃন্দা রাইকে বাইরে ছাড়তে এসেছিলেন ঐশ্বর্য আর অভিষেক। সেই ভিডিয়ো আগেই দেখেছেন নেটিজেনরা। গত মঙ্গলবার ছিল আরাধ্যার জন্মদিন, যদিও জলসায় এই পার্টির আয়োজন হয়েছিল দু-দিন আগে। মেয়ের জন্মদিনে ঐশ্বর্য একটি আদুরে ছবি পোস্ট করে আরাধ্যার উদ্দেশে লেখেন- 'আমার ভালবাসা, আমার জীবন, খুব ভালবাসি তোমায়, আমার আরাধ্যা।’ মেয়ের ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো ছবি পোস্ট করে ট্রোলের শিকার হয়েছিলেন অ্যাশ, যদিও পালটা জবাব দেননি নায়িকা।

|#+|

‘প্রিন্সেস’ আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিষেকও। ২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। বিয়ের চার বছরের মাথায় ২০১১ সালে মেয়ের জন্ম দেন ঐশ্বর্য। মেয়ের জন্মের পর নিজের কেরিয়ার প্রায় জলাঞ্জলি দিয়েছেন অ্যাশ, কিন্তু এর জন্য বিন্দুমাত্র আফসোস নেই তাঁর। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মণিরত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান’ ছবিতে।

বন্ধ করুন