১৯ জুলাই মুক্তি পেল ব্যাড নিউজ। ছবির নাম যতই ব্যাড নিউজ হোক, আদতে এই ছবিই যেন ভিকি কৌশলের জীবনে গুড নিউজ বয়ে আনছে। ভাবছেন কী ঘটেছে? এটাই ভিকি কৌশলের কেরিয়ারের এমন ছবি যেটা প্রথম দিন সব থেকে বেশি ব্যবসা করল। হ্যাঁ, একেবারেই তাই। সবাইকে চমকে দিয়ে প্রথম দিন নজরকাড়া ব্যবসা করল এই কমেডি ঘরানার ছবিটি। যদিও ছবিটি যে অনেক বাজেট নিয়ে তৈরি করা হয়েছে সেটা নয়, আর সেখানে দাঁড়িয়ে এই ব্যবসা বেশ ভালো বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
প্রথম দিন কত ব্যবসা করল ব্যাড নিউজ?
ভিকি কৌশল, তৃপ্তি দিমরি অভিনীত এই ছবিটি মুক্তি পেতেই চমক দিল। প্রথম দিন বক্স অফিসে ব্যাড নিউজ ৮ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে বলে জানানো হয়েছে সচনিল্কের একটি রিপোর্টে।
এখনও পর্যন্ত ভিকি কৌশলের কেরিয়ারে প্রথম দিন সব থেকে বেশি আয় করেছিল উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক। সেই ছবিটি প্রথম দিন বক্স অফিসে ৮ কোটি ২০ লাখ টাকা আয় করেছিল। এবার সেটাকে টপকে গেল ব্যাড নিউজ। ফলে এটাই এখন ভিকির এমন কোনও ছবি যেটা বক্স অফিসে প্রথম দিন সব থেকে বেশি আয় করল।
ব্যাড নিউজ প্রসঙ্গে
ব্যাড নিউজ ছবিটি ১৯ জুলাই মুক্তি পেল। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে দেখা যাচ্ছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে এই ছবিতে। ব্যাড নিউজ ছবিটি কেমন লাগবে দর্শকদের সেটা ধীরে ধীরে বোঝা যাবে কিন্তু আপাতত এই ছবির একাধিক গান রীতিমত হিট করে গিয়েছে। এমনকি তওবা তওবা তো ট্রেন্ডিং সে গান হিসেবে হোক বা হুক স্টেপ হিসেবে!