ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরির রগরগে রোম্যান্স এবং ব্যাড নিউজ ছবির ট্রেলার থেকে গান সবই দর্শকদের নজর কেড়েছে ভীষণ ভাবে। আর তাই তো এই ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই যত দিন যাচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে ছবির আয়। দু দিনেই তাই ব্যাড নিউজের মোট আয় প্রায় কুড়ি কোটির কাছে পৌঁছে গিয়েছে।
ব্যাড নিউজ ছবির বক্স অফিস কালেকশন
গত ১৯ জুলাই মুক্তি পেয়েছে ব্যাড নিউজ। ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত এই ছবিটির পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। মুক্তির প্রথম দিনই বক্স অফিসে এই ছবিটি ৮ কোটি ৩০ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আসতেই লাফিয়ে বেড়েছে ছবির আয়ের পরিমাণ। সকলকে চমকে দিয়েই এক প্রকার ২০ জুলাই এই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে বলে মনে করা হচ্ছে। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
এখনও পর্যন্ত ভিকি কৌশলের কেরিয়ারে প্রথম দিন সব থেকে বেশি আয় করেছিল উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক। সেই ছবিটি প্রথম দিন বক্স অফিসে ৮ কোটি ২০ লাখ টাকা আয় করেছিল। এবার সেটাকে টপকে গেল ব্যাড নিউজ। ফলে এটাই এখন ভিকির এমন কোনও ছবি যেটা বক্স অফিসে প্রথম দিন সব থেকে বেশি আয় করল। তাছাড়া ছবিটি যে অনেক বাজেট নিয়ে তৈরি করা হয়েছে সেটা নয়, আর সেখানে দাঁড়িয়ে এই ব্যবসা বেশ ভালো বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
ব্যাড নিউজ প্রসঙ্গে
ব্যাড নিউজ ছবিটি ১৯ জুলাই মুক্তি পেল। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে দেখা যাচ্ছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে এই ছবিতে। ব্যাড নিউজ ছবিটি কেমন লাগবে দর্শকদের সেটা ধীরে ধীরে বোঝা যাবে কিন্তু আপাতত এই ছবির একাধিক গান রীতিমত হিট করে গিয়েছে। এমনকি তওবা তওবা তো ট্রেন্ডিং সে গান হিসেবে হোক বা হুক স্টেপ হিসেবে!