ব্যাড নিউজ কোনও প্রত্যাশা ছাড়াই যেন একটার পর একটা চমক দিয়েই চলেছে! এই কম বাজেটের ছবিটি মূলত রোম্যান্টিক কমেডি ঘরানার। আর তাতে যে ভারতীয় দর্শক বেশ ভালো মতোই মজেছে বোঝা যাচ্ছে! তাই তো ৩ দিনেই চমক দিয়ে ৩০ কোটির গণ্ডি টপকে গেল আনন্দ তিওয়ারি পরিচালিত এক ছবি। রবিবার বক্স অফিসে কত আয় করল ব্যাড নিউজ?
আরও পড়ুন: ডিম-ভাত নয়, প্রতিবার বৃষ্টি উপেক্ষা করে কেন ২১ জুলাই রাজপথে মানুষের ঢল নামে ফাঁস করলেন নচিকেতা
ব্যাড নিউজ ছবির বক্স অফিস কালেকশন
গত ১৯ জুলাই মুক্তি পেয়েছে ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি অভিনীত ছবি ব্যাড নিউজ। আর প্রথম থেকেই বেশ চমক দিচ্ছে এই ছবি। মুক্তির দিন অর্থাৎ শুক্রবার বক্স অফিসে ৮ কোটি ৩০ লাখ টাকার ব্যবসা করে এই ছবি। এখনও পর্যন্ত ভিকি কৌশলের কেরিয়ারে প্রথম দিন সব থেকে বেশি আয় করেছিল উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক। সেই ছবিটি প্রথম দিন বক্স অফিসে ৮ কোটি ২০ লাখ টাকা আয় করেছিল। এবার সেটাকে টপকে গেল ব্যাড নিউজ। ফলে এটাই এখন ভিকির এমন কোনও ছবি যেটা বক্স অফিসে প্রথম দিন সব থেকে বেশি আয় করল।
দ্বিতীয় দিনে সেটা বেড়ে হয় ১০ কোটি ২৫ লাখ। সপ্তাহান্তে আসতেই যে আয়ের পরিমাণ বেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় দিনে সেই পরিমাণ আরও কিছুটা বেড়েছে। রবিবার ভারতীয় বক্স অফিসে ব্যাড নিউজ ১১ কোটি টাকার ব্যবসা করেছে বলেই মনে করা হচ্ছে। ফলে মাত্র তিন দিনেই ঘরে ২৯ কোটি ৫৫ লাখ টাকা তুলে ফেলেছে এই ছবি। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: সারেগামাপায় তন্ময় বসুর প্রশংসা কৌশিকীর, পণ্ডিত অজয়-কন্যার আবদারে গাইলেন গান
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদ হতে না হতেই অনন্যার সঙ্গে প্রেম করছেন হার্দিক! জল্পনা উসকে কী কাণ্ড ঘটালেন দুজনে?
ব্যাড নিউজ প্রসঙ্গে
ব্যাড নিউজ ছবিটি ১৯ জুলাই মুক্তি পেল। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে দেখা যাচ্ছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে এই ছবিতে। ব্যাড নিউজ ছবিটি কেমন লাগবে দর্শকদের সেটা ধীরে ধীরে বোঝা যাবে কিন্তু আপাতত এই ছবির একাধিক গান রীতিমত হিট করে গিয়েছে। এমনকি তওবা তওবা তো ট্রেন্ডিং সে গান হিসেবে হোক বা হুক স্টেপ হিসেবে!