Badass Ravikumar vs Loveyapa box office report: জুনায়েদ খান এবং খুশি কাপুরের থিয়েট্রিক্যাল ডেবিউ, লাভিয়াপা এবং হিমেশ রেশমিয়ার ছবি ব্যাডঅ্যাস রবিকুমার গত শুক্রবার মুক্তি পেয়েছিল। স্যাকনিল্কের মতে, ব্যাডঅ্যাস রবিকুমার সপ্তাহান্তে নেতৃত্ব নিলেও দুটি ছবিই তাদের প্রথম সোমবার ভারতে ১ কোটি টাকারও কম ব্যবসা করেছে।
ব্যাডাস রবিকুমার বনাম লাভিয়াপা বক্স অফিস কালেকশন
ব্যাডঅ্যাস রবিকুমার, যা বক্স অফিসে লাভইয়াপার চেয়ে ভালো শুরু করেছিল, প্রথম সপ্তাহান্তে ৬.১৫ কোটি টাকা আয় করেছিল, যেখানে জুনায়েদ-খুশির ছবিটির আয় ছিল ৪.৫৫ কোটি টাকা।
ব্যাডঅ্যাস রবিকুমার ২.৭৫ কোটি টাকা দিয়ে খাতা খোলে। এরপর সপ্তাহান্তে ২ কোটি ও ১.৪ কোটি টাকা আয় করে। অন্যদিকে লাভিয়াপা খাতা খুলেছিল ১.১৫ কোটি দিয়ে। তবে দেখা যায়, সপ্তাহান্তে উল্লেখযোগ্যভাবে আয় বৃদ্ধি পায়। সংগ্রহ করে ১.৬৫ কোটি ও ১.৭৫ কোটি।
কিন্তু সোমবারে এসে দুটি সিনেমাই যে আর হালে পানি পেল না। প্রাথমিক অনুমান অনুসারে ব্যাডঅ্যাস রবিকুমার ৫৩ লাখ টাকা ও লাভিয়াপা ৪৭ লাখ টাকা নেট সংগ্রহ করেছে।
ব্যাডাস রবিকুমার একদম শুরুতে লাভিয়াপাকে কঠোর প্রতিযোগিতা দিয়েথিল। কিন্তু দেখা গেল, ধীরে ধীরে যেন ছবির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন দর্শকরা।
লাভিয়াপা ও ব্যাডঅ্যাস রবিকুমার প্রসঙ্গে
কিথ গোমস পরিচালিত এবং হিমেশ রেশমিয়া মেলোডিস প্রযোজিত, ব্যাডঅ্যাস রবিকুমার ২০১৪ সালের সিনেমা দ্য এক্সপোজের স্পিন-অফ। প্রভু দেবা, কীর্তি কুলহারি, সিমোনা জে, সৌরভ সচদেব, সঞ্জয় মিশ্র এবং জনি লিভার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
অন্য দিকে, অদ্বৈত চন্দন পরিচালনা করেছেন আমির-পুত্র জুনায়েদ, ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশির লাভইয়াপা। প্রদীপ রঙ্গনাথনের ২০২২ সালের তামিল ছবি লাভ টুডে-র রিমেক এটি। এটি এমন এক দম্পতির গল্প, যেখানে তাঁরা বিশেষ কারণবশত ফোন অদলবদল করতে বাধ্য হয়। এরপরই সম্পর্ক মোড় নেয় নতুন যখন গোপন নানা জিনিস আসতে থাকে একে-অপরের সামনে।