ব্যাডাস রবিকুমার বনাম লাভইয়াপা বক্স অফিস কালেকশন ডে ৬: একদিকে হিমেশ রেশমিয়ার-কিথ গোমসের 'ব্যাডাস রবিকুমার' অন্যদিকে জুনেদ খান ও খুশি কাপুরের ‘লাভিয়াপা’, দুটি ছবিই গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। টাকার গণ্ডি পেরোতে পারেনি।
বক্স অফিস কালেকশন
স্যাকনিল্ক রিপোর্ট অনুসারে, বুধবার ‘ব্যাডঅ্যাস রবিকুমার’ ০.৫৪ কোটি টাকা এবং 'লাভিয়াপা' ০ কোটি টাকা আয় করেছে। মুক্তির দিন ‘ব্যাডঅ্যাস রবিকুমার’ ২.৭৫ কোটি টাকা আয় দিয়ে খাতা খুলেছিল। এরপর সপ্তাহন্তের দুই দিনে (শনি ও রবি) এই ছবি ২ কোটি এবং ১.৪ কোটি টাকা আয় করে। এরপর সোমবার ছবিটি ০.৬ কোটি টাকা এবং মঙ্গলবার প্রায় ০.৫ কোটি টাকা আয় করেছে।
অন্যদিকে ‘লাভিয়াপা’ মুক্তির দিন ১.১৫ কোটি টাকায় খাতা খুলেছিল। সপ্তাহান্তের দুই দিনে ছবিটি ১.৬৫ কোটি ও ১.৭৫ কোটি টাকা আয় করে। সোমবার এই ছবি ০.৫৫ কোটি টাকা আয় ও মঙ্গলবার এটি ০.৫১ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ দুটি ছবির একটিও ১০ কোটির গণ্ডি পার করেনি।
মধু মন্টেনা এবং সৃষ্টি বেহলের ফ্যান্টম ফিল্মস প্রযোজিত ছবিটি ‘লাভিয়াপা’ র হাত ধরে আমির খানের বড় ছেলে জুনেদ ও প্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর প্রথমবার সিনেমাহলে পা রাখলেন। নেটফ্লিক্স ইন্ডিয়ায় যথাক্রমে সিদ্ধার্থ পি মালহোত্রার ২০২৪ সালের পিরিয়ড ড্রামা 'মহারাজা' এবং জোয়া আখতারের ২০২৩ সালের পিরিয়ড ‘মিউজিকাল দ্য আর্চিজ’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন এই দুই তারকা সন্তান। ‘লাভিয়াপাা’র গল্প এমন এক সম্ভাব্য দম্পতিকে ঘিরে আবর্তিত হয় যেখানে মেয়েটির বাবা তাঁদের ফোন অদলবদল করতে বলেন। আর তাতেই ঘটে বিপত্তি। জুনেদ-খুশি ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা ও কিকু শারদা।
হিমেশ রেশমিয়া মেলোডিজ প্রযোজিত, 'ব্যাডঅ্যাস রবিকুমার’এ হিমেশ ছাড়াও অভিনয় করেছেন প্রভু দেবা, কীর্তি কুলহারি, সিমোনা জে, সৌরভ সচদেব, সঞ্জয় মিশ্র এবং জনি লিভার। মিউজিক্যাল অ্যাকশন ফিল্মটি ২০১৪ সালের চলচ্চিত্র দ্য এক্সপোজের স্পিন-অফ এবং দ্য এক্সপোজ ইউনিভার্সের দ্বিতীয় কিস্তি।
এদিকে আবার ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দান্নার 'ছায়া'। তাই বলাই বাহুল্য বক্স অফিসের লড়াই এই দুই ছবির জন্য আরও কিছুটা কঠিন হবে।।