Badass Ravikumar vs Loveyapa box office report: গত শুক্রবার মুক্তি পেয়েছিল জুনেদ খান এবং খুশি কাপুরের থিয়েট্রিক্যাল ডেবিউ ‘লাভিয়াপা’। অন্যদিকে ওই দিনেই মুক্তি পায় হিমেশ রেশমিয়ার ছবি ‘ব্যাডঅ্যাস রবিকুমার’। এই দুটো ছবিই বক্স অফিসে আন্ডারপারফর্ম করলেও 'ব্যাডাস রবিকুমার' ‘লাভিয়াপা’র থেকে সামান্য এগিয়ে। বক্স অফিসে কার কত আয় হল?
বক্স অফিস রিপোর্ট
স্যাকনিল্ক রিপোর্ট অনুসারে, ‘ব্যাডঅ্যাস রবিকুমার’ সোমবার ০.৬০ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ এই ছবির ব্যবসা ৫৭.১৪ শতাংশ হ্রাস হয়েছে। এরপর মঙ্গলবার এই ছবির আয় হয়েছে ০.৪৪ কোটি টাকা। মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৭.১৯ কোটি টাকা (নিট)।
অন্যদিকে জুনেদ ও খুশির ‘লাভিয়াপা’র সোমবার ০.৫৫ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ এই ছবির ব্যবসা ৬৮.৫৭ শতাংশ হ্রাস পেয়েছে। মঙ্গলবার, এই ছবির ব্যবসা হয়েছিল ০.৪৫ কোটি টাকা, যার ফলে মোট সংগ্রহ ৫.৫৫ কোটি টাকা(নেট)। মঙ্গলবার হিন্দি ভার্সানে ‘ব্যাডঅ্যাস রবিকুমার’-এর সামগ্রিক দখল ছিল ৫.৮৫% এবং ‘লাভিয়াপা’র হিন্দিতে সামগ্রিকভাবে দখল ৭.৩৮ % শতাংশ।
বক্স অফিসে ‘লাভিয়াপা’র চেয়ে ভালো শুরু করা ‘ব্যাডঅ্যাস রবিকুমার’ প্রথম সপ্তাহান্তে ছবিটি আয় করেছিল ৬.১৫ কোটি টাকা জুনেদ-খুশির ছবি আয় করেছে ৪.৫৫ কোটি টাকা।
মধু মন্টেনা ও সৃষ্টি বেহল অভিনীত 'ফ্যান্টম ফিল্মস' প্রযোজিত 'লাভিয়াপা' সিনেমায় আমির খানের বড় ছেলে জুনেদ খান এবং প্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের সিনেমাহলে অভিষেক হয়। এর আগে নেটফ্লিক্স ইন্ডিয়ায় যথাক্রমে সিদ্ধার্থ পি মালহোত্রার ২০২৪ সালের পিরিয়ড ড্রামা ‘মহারাজা’ এবং জোয়া আখতারের ২০২৩ সালের পিরিয়ড ‘মিউজিকাল দ্য আর্চিজ’-এর হাত ধরে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করেন এই জুনেদ ও খুশির। ‘লাভিয়াপা’র গল্প একটা সম্ভাব্য দম্পতিকে ঘিরে আবর্তিত হয়। যেখানে মেয়েটির বাবা তাঁদের ফোন অদলবদল করতে বাধ্য করে। কিন্তু তারপর? জুনেদ-খুশি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আশুতোষ রানা ও কিকু শারদা।
হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, জুনায়েদ খান ও খুশি কাপুরের এই সিনেমায় মনোমুগ্ধকর অভিনয় থাকলেও পেসিং সমস্যায় ভুগছেন।
অন্যদিকে ‘‘ব্যাডঅ্যাস রবিকুমার’ হিমেশ রেশমিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। যেটি ঘিরে মিশ্র পর্যালোচনা মিলেছে। কিছু সিনেপ্রেমীরা এই ছবির প্রশংসা করেছেন, অন্যরা এটাকে ’অযৌক্তিক' বলে অভিহিত করেছেন। কিথ গোমস পরিচালিত এবং হিমেশ রেশমিয়া মেলোডিস প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন প্রভু দেবা, কীর্তি কুলহারি, সিমোনা জে, সৌরভ সচদেব, সঞ্জয় মিশ্র এবং জনি লিভার। মিউজিক্যাল অ্যাকশন ফিল্মটি ২০১৪ সালের চলচ্চিত্র দ্য এক্সপোজের স্পিন-অফ এবং দ্য এক্সপোজ ইউনিভার্সের দ্বিতীয় কিস্তি। দ্য হিন্দুস্তান টাইমস ছবিটির পর্যালোচনায় লেখা হয়েছে, 'এই ছবিটি কেবল খলনায়কের উপরই নয়, আমাদের ইন্দ্রিয়ের উপরও আক্রমণ এবং সাধারণ জ্ঞান সবচেয়ে বেশি মার খেয়েছে। দুটি ছবিই মুক্তি পেয়েছে ৭ ফেব্রুয়ারি।