বাংলা নিউজ > বায়োস্কোপ > সমকামী চরিত্রে অভিনয় করাকালীন ঝামেলা করেছিলেন রাজকুমার-ভূমি? ফাঁস করলেন পরিচালক

সমকামী চরিত্রে অভিনয় করাকালীন ঝামেলা করেছিলেন রাজকুমার-ভূমি? ফাঁস করলেন পরিচালক

রাজকুমার রাও-ভূমি পেদনেকর।

রাজকুমার-ভূমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন ‘বাধাই দো’ ছবির পরিচালক হর্ষবর্ধন কুলকার্নি।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার রাও এনং ভূমি পেদনেকরের আসন্ন সিনেমা ‘বাধাই দো’-এর ট্রেলার।ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রাজকুমার এবং ভূমি। ছবিতে রাজকুমার রাওকে এক পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চরিত্রের নাম শার্দুল। অন্যদিকে, ভূমি পেদনেকরকে দেখা যাবে স্কুলের পিটি শিক্ষকের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম সুমি। ছবির চরিত্র অনুযায়ী নায়ক-নায়িকা দুজনেই সমকামী। সমাজের চোখে ধুলো দিতে, দুই সমকামী বিয়ে করতে চায় একে অপরকে। বিয়ের পর নিজেদের পার্টনারের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার প্ল্যান রয়েছে তাঁদের। ছবির প্রযোজনায় জঙ্গলি পিকচার্স। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার দেখে হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। এবার এই ছবি এবং রাজকুমার-ভূমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন ছবির পরিচালক হর্ষবর্ধন কুলকার্নি।

ই টাইমস-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানালেন 'বাধাই দো' ট্রেলার দেখে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে দর্শক, তা দেখে অভিভূত তিনি। তাঁর দাবি, এখনও যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ছবির ট্রেলার অন্যতম ট্রেন্ডিং বিষয় হিসেবে রয়েছে, তা এককথায় দারুণ।

রাজকুমার রাও এবং ভূমি পেদনেকরের প্রসঙ্গে পরিচালক বলেন, 'সত্যি বলতে কী এই দু'জনের কথা ভেবে মোটেই এই ছবির চিত্রনাট্য লিখিনি আমি। তবে যদি জিজ্ঞেস করেন জোর গলায় বলতে পারি, ওঁদের দু'জনের থেকে বেশি ভালো কেই এই দুই চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন না। রাজ তো অসাধারণ একজন অভিনেতা। ওঁর অভিনীত প্রতিটি ছবিতে নিজের দক্ষ অভিনয়ের ছাপ রেখেছে ও। আর এই ছবির জন্য অল্প সময়ের মধ্যে যেভাবে নিজের ফিজিক্যাল ট্রান্সফর্মেশন ঘটিয়েছিল ও, তা সত্যিই কুর্ণিশের যোগ্য।আর একটি কথা, এই সমকামী চরিত্রে অভিনয় করার সময়ে একমুহূর্তের জন্যেও কোনওরকম অসন্তোষ প্রকাশ করেননি এঁরা। সামান্য গাঁইগুঁইও শোনা যায়নি তাঁদের তরফে।'

ভূমির ব্যাপারেও কথা বলতে গিয়ে নিজের উচ্ছ্বাস লুকোননি হর্ষবর্ধন। তাঁর কথায়, 'গোটা ছবিতে যেভাবে একমাত্রায় অভিনয় করে গিয়েছেন ভূমি তা সত্যিই অসাধারন। দারুণ ব্যালেন্স করেছেন। তাঁর অভিনয়ের তারের মাত্রা একটু এদিক ওদিক হলেই হয় চরিত্রটিকে হয় একেবারে অত্যন্ত সংবেদনশীল কোনও মানুষ মনে হত অথবা রুক্ষ। তা যে শেষপর্যন্ত হয়নি সে বিষয়ে আমি নিশ্চিত।'

প্রসঙ্গত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘বাধাই হো’এর সিক্যুয়াল এই ছবি। ‘বাধাই দো’-এর গল্প একেবারেই অন্য ধরনের হতে চলেছে। ছবিতে অভিনয় করেছেন সীমা পাহোয়া, শিবা চাড্ডা, লাভলিন মিশ্রা, নিতিশ পাণ্ডে, শশী ভূষণের মতো দুঁদে অভিনেতারা। আগামী ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।

 

বায়োস্কোপ খবর

Latest News

অক্ষয় তৃতীয়া ২০২৪ এ বহু শুভ যোগ! তারিখ তিথি দেখে নিন, লাকি মীন সহ ৩ রাশি ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা ডায়মন্ড হারবারে ‘হেরো প্রার্থী' না পসন্দ, বদলের দাবিতে BJP রাজ্য সভাপতিকে চিঠি মেশানো হচ্ছে চিনি, ভারতে বেবি-ফুড তৈরিতে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে নেসলে! ৩৪% জেনারেল পাশ করলেন UPSC সিভিল সার্ভিসেসে! ‘মেধা হারানোর উদযাপন’, বলল নেটপাড়া 'সিকান্দর'-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রীতম, সলমনের জন্য কি থাকছে ঝুলিতে? শিল্পা শেট্টির ফ্ল্যাট সহ রাজ কুন্দ্রার ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি পদ্মপাঁকে গজিয়ে উঠল ঘাসফুল! ভোটের মুখে তৃণমূলের 'গুগলিতে' হতচকিত বিজেপি TRP: সৃজন-পর্ণার মেয়ে আসায় লাভ কি হল? জগদ্ধাত্রীকে হটিয়ে ঝামেলা ফুলকি-নিম ফুলের রাজ্যের দেওয়া ১০০ দিনের টাকাও লুঠ! TMC নেতাদের ঘেরাও করে রাখলেন গ্রামবাসীরা

Latest IPL News

ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.