ডাবল অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু ডিসেম্বর মাসের শেষে উদয়পুরের সিনিয়র আইটি সেক্টরের উচ্চপদে কর্মরত ভেঙ্কেটা দত্ত সাইয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আগামী ২২ ডিসেম্বর এই বিয়ের উৎসবে আমন্ত্রণ জানাতে ব্যক্তিগতভাবে হবু স্বামীকে নিয়ে সচিন তেন্ডুলকারের বাড়িতে পৌঁছে যান পিভি সিন্ধু।
বাগদত্তাকে নিয়েই সচিন তেন্ডুলকারের বাড়িতে হাজির হয়েছিলেন সিন্ধু। মুম্বইয়ে সচিনের বাড়িতে গিয়ে বিয়ের নিমন্ত্রণ বার্তা দেন হবু দম্পতি। শুভ অনুষ্ঠানের শামিল হওয়ার আমন্ত্রণপত্র উচ্ছ্বসিত হন সচিন নিজেও। হবু দম্পতিকে আগামী দিনের শুভেচ্ছাও জানান তিনি।
আরও পড়ুন: ‘পুষ্পা ২’ প্রিমিয়ারের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩, অভিযুক্ত নিরাপত্তারক্ষীও
কার্ড হাতে সিন্ধু এবং তাঁর হবু স্বামীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সচিন লেখেন, ব্যাডমিন্টনে তো ম্যাচের শুরুটা লাভ দিয়েই শুরু হয়। তোমাদের আগামী জীবন যাতে সুখে পরিপূর্ণ হয়ে থাকে সেই কামনাই করি। আমাদের ব্যক্তিগতভাবে এইভাবে নিমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। তুমি যাতে আজীবন সুখী থাকো, স্মরণীয় নানান মুহূর্ত গড়ে তুলতে পার, সেই কামনাই করি পিভি সিন্ধু।
সচিনের শুভকামনার জবাবে সচিনের পোস্ট শেয়ার করে পিভি সিন্ধু লেখেন, আপনি আমাদের দুজনের জন্যই অনুপ্রেরণা। আপনার এই শুভকামনা ভীষণ দরকার আমাদের দুজনের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর সাতপাকে বাধা পড়বেন সিন্ধু এবং সাই। বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে যাবে ২০ ডিসেম্বর থেকেই। বিয়ের অনুষ্ঠান শেষ হবে ২৪ তারিখ। হায়দরাবাদে হবে এই তারকা দম্পতির রিসেপশন। জানুয়ারি মাস থেকেই সিন্ধু আবার ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়বেন তাই ডিসেম্বরেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের তরফ থেকে।
আরও পড়ুন: ৭০-এও চিরযৌবনা! কপিলের শোতে সালামে ইশকের তালে ঠুমকা রেখার, সঙ্গ দিলেন কে?
পিভি সিন্ধুর বাবা পিভি রমন জানান, দুই পরিবারের তরফ থেকেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ আর অন্য কোনও দিন ফাঁকা পাওয়া যাচ্ছিল না। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আবার অনুশীলন শুরু করে দেবে সিন্ধু কারণ পরের বছর ওঁর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।