র্যাপার বাদশা এই নাম বর্তমানে এদেশে বেশ সুপরিচিত, জনপ্রিয়ও বটে। একসময় র্যাপ গান গেয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন। যদিও আজকাল হালকা চালের বিভিন্ন রকম গান গাইতে শোনা যায় এই গায়ককে। এই মুহূর্তে আবার ইন্ডিয়ান আইডল-এর নতুন সিজনের বিচারকের আসনেও দেখা যাচ্ছে তাঁকে। তবে আবার ২০২০ সালে বাংলার লোকশিল্পী রতন কাহারের 'বড়লোকের বিটি লো' গানটিকে নিজের অ্যালবামে ব্যবহার করে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পী। কারণ, গানটি নিলেও মূল স্রষ্টা রতন কাহারকে শুরুতে কৃতিত্ব দেননি তিনি, পরে অবশ্য ভুল শুধরে নেন, ক্ষমাও চেয়েছিলেন বাদশা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাদশা-র নতুন গান ‘মোরনি’। সেই গানের লঞ্চের সময় বৃহস্পতিবার বাদশা বলেন, 'আজকাল যেকোনও গান মুক্তির আগে তিনি ভয়ে থাকেন। কিন্তু কেন? ঠিক কী বলেছেন বাদশা?
শিল্পী বলেন, ‘প্রতিটি গানের আগে আমি ভয় পাই। আমার মনে হয়ত কেউ এটা শুনবে না... গত দশ বছরে আমি শিখেছি দর্শক আপনাকে ভালোবাসেন একটি কারণে। তাঁরা যা পছন্দ করেন সেটা নয়, বরং আপনি আপনার হৃদয়ের গভীর থেকে যা তৈরি করতে চান সেটা যদি তাঁদের দেন, তাহলেই দর্শক আপনাকে ভালোবাসা দেবেন। আর এই কারণেই শ্রোতারা আপনাকে ভালোবাসেন।’
বাদশার কথায়, ‘আমি যেটা ভালোবাসি, যদি সেটা করতে থাকি, যদি আমি আমার সঙ্গীতের প্রতি সৎ থাকি, তাহলে সেটা দ্রুত কিংবা ধীর যে লয়েরই গান হোক না কেন, তাহলে সেটা আজ, আগামীকাল বা এমনকি পরেও লোকজন শুনবেন, ভালোবাসবেন। এটাই প্রত্যেক শিল্পীর চাওয়া উচিত’।
যশ চোপড়ার রাজস্থানের প্রেক্ষাপটে তৈরি ছবি 'লামহে'-র 'মোরনি বগা মা বোলে'-র নতুন সংস্করণ হল বাদশার নতুন 'মোরনি'। মূল গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং ইলা অরুণ, সুর করেছেন শিব-হরি এবং লিখেছেন আনন্দ বক্সী। যেটা কিনা শ্রীদেবী, অনিল কাপুর এবং অরুণের উপর চিত্রায়িত হয়েছিল। সম্প্রতি রেকর্ড লেবেল সারেগামার ব্যানারে শর্ভি যাদবের সঙ্গে 'মোরনি' গানটি গেয়েছেন বাদশা।
শিল্পী বলেন, ‘আমার পূর্বপুরুষরা রাজস্থানের আর তাই এই গানটি আমার কাছে খুূবই গুরুত্বপূর্ণ। এটি আমার প্রিয় গানগুলোর একটি। সারেগামা, যশরাজ ফিল্ম যথেষ্ঠ সদয় ছিল এটা নতুনভাবে আনার জন্য। এই গানটি নিয়ে কিছু করতে পারাটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। এটা একটি লোকগীতি, কিন্তু সেই ছবির কারণে গানটি এখনো সবার মনে গেঁথে রয়েছে।’
প্রসঙ্গত 'মোরনি'র সংগীত প্রযোজনা করেছেন হিতেন। এর মিউজিক ভিডিওতে ‘আশা কোদা’ খ্যাত প্রীতি মুখুন্দন এবং বাদশা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে 'কর গয়ি চুল', 'প্রপার পাটোলা', 'জুগনু', 'পাগল'-এর মতো গানের জন্য পরিচিত পান বাদশা। এই গায়ক-গীতিকার বলেন, বছরের পর বছর ধরে তিনি নিজের সহজাত প্রবৃত্তিকে বিশ্বাস করতে এবং নিজের কাজের প্রতি সৎ থাকতে শিখেছেন।