যাচ্ছিলেন অনুষ্ঠানে, গাড়ি চালিয়ে যাওয়ার সময় গুরুগ্রামে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে র্যাপার-গায়ক বাদশার বিরুদ্ধে। অভিযোগ, ভুল দিকে গাড়ি চালিয়ে মোটা টাকা জরিমানা দেন বাদশা। জানা যায়, মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা দেন র্যাপার। দাবি করা হয়েছিল, বাদশার গাড়ির সঙ্গে নাকি আরও ৩টি গাড়ি ছিল। তাঁদেরও নাকি জরিমানা দিতে হয়েছিল। অবশেষে এই ঘটনায় মুখ খুললেন বাদশা।
তাঁর বিরুদ্ধে ওঠা ট্র্যাফিক লঙ্ঘনের অভিযোগ এবং জরিমানা দেওয়ার কথা সম্পূ্র্ণ অস্বীকার করেছেন র্যাপার। বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, ‘১৫ ই ডিসেম্বর, ২০২৪-এ দিল্লি এনসিআর অঞ্চলে করণ অজলা কনসার্টের পর বাদশার বিরুদ্ধে যে ট্র্যাফিক লঙ্ঘনের অভিযোগ উঠেছে এবং জরিমানার কথা বলা হচ্ছে, সেবিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এধরনের প্রতিবেদন মানহানিকর এবং ভুল।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কোনও গাড়ি বাদশা চালাচ্ছিল না। র্যাপার জানাচ্ছেন, ‘কনসার্টের রাতে, আমি একটি সাদা টয়োটা ভেলফায়ারে যাত্রী ছিলাম (রেজিস্ট্রেশন নম্বর HR 55 AU 3333), এই গাড়ি যা বকশী ট্রান্সপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড দ্বারা সরবরাহ করা হয়েছিল এবং একজন লাইসেন্সপ্রাপ্ত পেশাদার ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন। আমাদের টিমের নিরাপত্তা এবং সুস্থভাবে যাতায়াতের জন্য একটি টয়োটা ভেলফায়ার এবং তিনটি অতিরিক্ত টয়োটা ইনোভা ক্রিস্টাস গাড়িতে সকলে যাতায়াত করেছিলেন। যে নির্দিষ্ট সময়ে ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, বাদশা সেসময় কোনও গাড়িতে ছিলেন না। আর তাই আমাদের টিমের কারোরই কোনও জরিমানা হয়নি।’
এর আগে দাবি করা হয়েছিল, ওই দিন বাদশা একটা মাহিন্দ্রা থর গাড়ি চালিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই গাড়িটিকেই ভুলপথে চালানোর জন্য জরিমানা করা হয়েছিল। তবে বাদশা জানাচ্ছেন, ‘আমার কোনও থর গাড়ি নেই। আর আমি নিজে গাড়ি চালাই না। কখনও তা চালালেও খুবই সচেতন থাকি। ভিডিয়ো গেম হোক কিংবা রাস্তা আমি সবেতেই সতর্ক থাকি।’

এর আগে ঘটনার বিষয়ে ডিসিপি ট্রাফিক বীরেন্দ্র ভিজ এই বিষয়ে মন্তব্য করেছেন, ‘হ্যাঁ, বাদশার গাড়িটির ভুল সাইডে ড্রাইভিংয়ের জন্য আমরা জরিমানা জারি করেছি। গাড়িটি তাঁর নামে নিবন্ধিত না থাকলেও বাদশা সেখানে ব্যক্তিগতভাবে এতে উপস্থিত ছিলেন।' তবে এখন বাদশা দাবি করছেন, এধরনের কোনও ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।