সম্প্রতি সময় রায়নার শো ইন্ডিয়াস গট লেটেন্ট নিয়ে যারপরনাই বিতর্ক চলছে। রণবীর আল্লাহবাদিয়ার করা মন্তব্য নিয়ে জলঘোলা চলেছে বিগত কিছুদিন ধরে। এর মধ্যেই সময়ের সমর্থনে লাইভ কনসার্টে কথা বলতে শোনা গেল বাদশাকে। তারপরই কটাক্ষের মুখে পড়লেন গায়ক।
আরও পড়ুন: বক্স অফিস জুড়ে দাপট ভিকির! ৩ দিনেই টপকে গেল ১০০ কোটি, রবিতে কত আয় করল ছাবা?
কী ঘটেছে?
গুজরাটে কনসার্ট ছিল বাদশার। পারুল বিশ্ববিদ্যালয়ের একটি শোতে এদিন তিনি পারফর্ম করেন। এই শোয়ের শেষের দিকে এদিন যখন তিনি তাঁর দর্শকদের ধন্যবাদ জানাচ্ছিলেন তখনই গায়ক বুঝিয়ে দেন তিনি সময় রায়নাকে সমর্থন করছেন। এই বিতর্কের মধ্যেও এদিন এই র্যাপার তথা গায়ক বুঝিয়ে দিলেন তিনি সময়ের পক্ষেই। চিৎকার করে বলেন, 'সময় রায়নাকে মুক্ত করুন।' তাঁর এই কথার জবাবে দর্শকরাও চেঁচিয়ে ওঠেন।
কে কী বলছেন?
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই এক ব্যক্তি লেখেন, 'আপনি তো এটাও বলতে পারতেন যে আমি সময় রায়নাকে সমর্থন করি। ওর পাশে আছি। ঠিক আছে কোনও অসুবিধা নেই। পরে হবে আবার।' কেউ আবার লেখেন, 'সময় রায়নাকে গ্রেফতার করল কবে যে ওকে ছাড়া হবে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই লোকগুলো কি পাগল? সময় রায়নাকে মুক্ত করবে মানে? ও কি জেলে? নাকি এটা আলোচনার করার মতো কোনও বড় সামাজিক ঘটনা?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বেশি বেশি নাটক করে ফেলেছে।'
আরও পড়ুন: কে প্রথম কাছে এসেছির পর ফের ছোট পর্দায় ফিরছেন মোহনা! নায়ককে কে?
কী নিয়ে এত বিতর্ক?
সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাদিয়া। বাবা মায়ের যৌনতা নিয়ে প্রতিযোগীকে প্রশ্ন করার ক্লিপ আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা গড়িয়েছে মুম্বই কমিশনার, মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছ পর্যন্ত। শুধু তাই নয়, এদিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। ক্ষমা চাওয়ার পরও ভেজেনি চিঁড়ে, উল্টে ঘটনার তীব্র বিরোধিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ, প্রমুখ। সেই ভাইরাল ভিডিয়োতে রণবীর আল্লাহবাদিয়াকে এক প্রতিযোগীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনি কি আপনার বাবা মাকে আজীবন সেক্স করতে দেখবেন নাকি আপনিও তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করবেন?'