বাংলা নিউজ > বায়োস্কোপ > BAFTA Awards 2023: সৌনক সেনের ছবি মনোনীত হল BAFTA-র জন্য, বাঙালি পরিচালকের সামনে বিশ্বজয়ের হাতছানি

BAFTA Awards 2023: সৌনক সেনের ছবি মনোনীত হল BAFTA-র জন্য, বাঙালি পরিচালকের সামনে বিশ্বজয়ের হাতছানি

সৌনক সেনের ছবি মনোনীত হল BAFTA-র জন্য

BAFTA Awards 2023: সৌনক সেনের অল দ্যাট ব্রিদজ সেরা তথ্যচিত্র বিভাগে বিএএফটিএ অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হল। কোন গল্প বলবে এই ছবি?

সিনেমা নির্মাতা সৌনক সেনের অল দ্যাট ব্রিদজ বিএএফটিএ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি এই কথা সৌনক নিজেই জানিয়েছেন। পরিচালকের কথা তাঁর ছবি ২০২৩ সালের বিএএফটিএ অ্যাওয়ার্ডসের জন্য তথ্যচিত্র বিভাগে সেরা পাঁচটির মধ্যে একটি হিসেবে মনোনীত হয়েছে।

সৌনক সেনের অল দ্যাট ব্রিদজ ছবিটি সেরা তথ্যচিত্র বিভাগে অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড, ফায়ার অব লাভ, মুনেজ ডেড্রিম এবং নভালনি ছবির সঙ্গে মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে। চরম পর্যায়ে এই বাকি ৪ ছবির সঙ্গেই লড়াই হবে সৌনকের ছবি অল দ্যাট ব্রিজের।

গত মাসে ছবিটি বিএএফটিএ লং লিস্টে জায়গা করে নিয়েছিল। সেই তালিকায় মোট ৯টি তথ্যচিত্র ছিল। দিল্লির প্রেক্ষাপটে এই ছবিতে দুই ভাইয়ের গল্প দেখা যাবে। মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদের গল্প উঠে এসেছ এই ছবিতে। তাঁরা তাঁদের জীবন আহত পাখিদের উদ্ধার করতে এবং তাদের সেবা শুশ্রুষা করতে উৎসর্গ করে দিয়েছেন। এই পাখিগুলো মূলত কালো ঘুড়ির আঘাতে আহত হয়েছে। এমনটাই দেখা যাবে এই ছবিতে।

এর আগে অল দ্যাট ব্রিদজ ছবিটি ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে। ২০২২ সালে কেনস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা তথ্যচিত্র হিসেবে গোল্ডেন আই পুরস্কার পেয়েছে। এই ছবিটি অস্কারের জন্যও লড়াই করছে।

২০২৩ সালের বিএএফটিএ পুরস্কার দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। সাউথব্যাঙ্ক সেন্টার্স রয়াল ফেস্টিভ্যাল হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এই পুরস্কারের অর্গানাইজাররা ২৪টি বিভাগের মনোনীত ছবির তালিকা প্রকাশ করেছেন যার মধ্যে আছে সেরা ছবি, সেরা চিত্রনাট্য, তথ্যচিত্র, ইত্যাদি। বিএএফটিএ পুরস্কারের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন হেইলি অ্যাটওয়েল এবং তোহিব জিমো।

তবে সৌনক সেনের অল দ্যাট ব্রিদজ ছবিটি বিএএফটিএ পুরস্কারের জন্য মনোনীত হলেও এসএস রাজামৌলির আরআরআর ছবিটি ছিটকে গিয়েছে। সেরা অ-ইংরেজি ভাষার ছবি বিভাগে মনোনীত হয়নি আরআরআর।

বন্ধ করুন