পথ দেখিয়েছিল জওয়ান। এত টিকিটের চাহিদা কুলোতে না পেরে মধ্যরাতের শোয়ের ব্যবস্থা করা হয়েছিল শাহরুখের ছবি। বাদ যায়নি ভোর ৫-৫.৩০ টার শো। আর সেই পথেই এবার হেঁটেছে বাঘা যতীন। পুজোর সময় মুক্তি পায় বাঘা যতীন। দেব অভিনীত এই ছবিটি ইতিমধ্যেই ভালো ব্যবসা করছে। দর্শকদের থেকে তুমুল সাড়াও পাচ্ছে। কিন্তু যে মধ্যরাতের শো নিয়ে এত কথা সেটার অবস্থা কি? জওয়ানের মতো বাঘা যতীনের মধ্যরাতের শো কি হাউজফুল গেল?
বাঘা যতীনের মধ্যরাতের শো
প্রিয়া সিনেমায় রাত ২.৪০ এ বাঘা যতীনের শো রাখা হয়েছিল। পুজোর সময় অনেকেই গোটা রাত জেগে ঠাকুর দেখেন। কেউ কেউ আবার ফাঁকায় সিনেমা দেখতে পছন্দ করেন। দর্শকদের কথা ভেবেই এই শোয়ের আয়োজন করেছিলেন সিনেমা হল কর্তৃপক্ষ। কিন্তু কেমন সাড়া পেলেন তাঁরা?
প্রথম যখন এই মিডনাইট শো ঘোষণা করা হয় তখন টিম দেব এবং প্রিয়া সিনেমার কর্তৃপক্ষ বেশ আশাবাদী ছিলেন ব্যাপারটা নিয়ে। কিন্তু অনেকেই বলেছিলেন ব্যাপারটা কাজ করবে তো? এবার সেই উত্তর দিলেন প্রিয়া হলের মালিক। এই সিনেমা হলের কর্ণধার এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'ভীষণ ভালো সাড়া পেয়েছি। দুই তিনটি শো হাউজফুল গিয়েছে।' তবে পুজোর পরই মধ্যরাতের এই শো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু পুজোর সময় যে উদ্যোগ নেওয়া হল সেটা কি গোটা বছর ধরেই চলবে? সেটা নিয়ে এখনও প্রশ্ন আছে, তবে পুজোর কটাদিন যে মধ্যরাতের এই শোতেও বাঘা যতীন চালিয়ে খেলেছে এবং ভালোই তার আসন ভরেছে সেটা স্পষ্ট। এবং প্রিয়ার হল মালিকেরও যে মধ্যরাতের শো সারা বছর চালানোর ইচ্ছে আছে সেটাও বেশ স্পষ্ট।
আরও পড়ুন: ‘জওয়ান,পাঠান যেখান থেকে করেছে…’, বাঘাযতীনের গানের প্রযুক্তিতে লেগেছে বিশাল টাকা, ফাঁস করলেন দেব
আরও পড়ুন: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী বললেন 'বাঘা যতীন'?
বাঘা যতীন প্রসঙ্গে
বাঘা যতীন ছবিটি ১৯ অক্টোবর মুক্তি পায়। অরুণ রায় পরিচালিত এই ছবিতে বাঘা যতীন হয়ে ধরা দিয়েছেন দেব। তাঁর সঙ্গে ফুটে উঠেছে একাধিক বীর বিপ্লবীর গল্প। এখানে তাঁর স্ত্রী ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছেন সৃজা দত্ত, দিদি বিনোদবালার চরিত্রে ছিলেন সুদীপ্তা চক্রবর্তী।
পুজোর অন্যান্য রিলিজ
বাঘা যতীনের সঙ্গে জোর টক্কর বেঁধেছে দশম অবতারের। এই ছবিটিও পুজোর ঠিক মুখে একই দিনে মুক্তি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির সঙ্গে বাঘা যতীনের কাঁটায় কাঁটায় টক্কর চলছে বক্স অফিসে। যদিও এগিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ছবিটিই। এছাড়াও এই পুজো রিলিজের তালিকায় আছে রক্তবীজ এবং জঙ্গলে মিতিন মাসী।