গর্ভাবস্থার শেষ পর্যায়ে বেশকিছু শারীরিক সমস্যার মুখোমুখি অভিনেত্রী নেহা মারদা। ভর্তি করা হল হাসপাতালে। পিঙ্কভিলা সূত্রে খবর, অন্তঃসত্ত্বা নেহার শরীরে বেশকিছু জটিলতা দেখা দেয়। সেকারণেই মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি নেহাকে ভর্তি করেন তাঁর স্বামী আয়ুষ্মান আগরওয়াল। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন নেহা।
গতবছর ২৪ নভেম্বর বেবি বাম্পের ছবি ও ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর সকলকে জানিয়েছিলেন 'বালিকা বধূ' খ্যত অভিনেত্রী নেহা মারদা। তারপর প্রায়দিনই কোনও না কোনও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা নেহাকে। স্বামী আয়ুষ্মান আগারওয়ালের সঙ্গেও বিভিন্ন রিলস ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছিল নেহাকে। গত ২৮ জানুয়ারি নেহা একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যায় অন্তঃসত্ত্বা অবস্থায় ক্রমবর্ধমান পেট নিয়ে তাঁকে নানান সমস্যায় পড়তে হচ্ছে। তবে তাঁর স্বামী আয়ুষ্মান তাঁর পাশে রয়েছেন সবসময়। স্ত্রীর জুতোর ফিঁতে বেঁধে দিতেও দেখা যায় আয়ুষ্মান আগরওয়ালকে। এছাড়াও একজন গর্ভবতী মহিলার জীবনকে নানান ভিডিয়োর মাধ্যমে তুলে ধরতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন-আড়াই কোটি টাকা নিয়ে ফেরত দেননি! আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে জারি ওয়ারেন্ট
আর পড়ুন-মেয়েকে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রিয়াঙ্কা, অবাক দৃষ্টিতে সব দেখল ছোট্ট মালতী
গত ২৬ জানুয়ারি আয়োজন করা হয়েছিল নেহা মারদার সাধ ভক্ষণ অনুষ্ঠান। সেই পরিবারিক অনুষ্ঠানের ছবি ও ভিডিয়োও পোস্ট করেছিলেন নেহা।
আরও পড়ুন-‘বাচ্চাকে ধাক্কা দিচ্ছেন কেন? সাবধান!’ সেলফির নামে মেয়েকে ধাক্কা, বিরক্ত রবিনা
প্রসঙ্গত ২০১২-র ১০ ফেব্রুয়ারি ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা মারদা। বিয়ের ১০ বছর পর মা হতে চলার খবর শোনার নেহা। প্রসঙ্গত কালার্স বাংলার জনপ্রিয় হিন্দি মেগা ধারাবাহিক 'বালিকা বধূ'র দৌলতে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী নেহা মারদা। 'আনন্দী'র জেঠতুতো শাশুড়ি গহনার ভূমিকায় সবার নজর কেড়েছিলেন নেহা মারদা।