রাতিরাতি বাতিল অনুমতি। রবিবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে এক ছাদের তলায় ফসিলস (Fossils), চন্দ্রবিন্দু (Chandrabindoo), ক্যাকটাস (Cactus), অনুপম রায়দের ব্যান্ডের গান শোনার সুযোগ হারালো তিলোত্তমাবাসী। দিন কয়েক আগে ইকো পার্কে অরিজিৎ সিং-এর কনাসর্টের অনুমতি নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। অরিজিতের কনসার্ট অবশ্য নির্দিষ্ট দিনেই হচ্ছে, কিন্তু ভেনু বদলেছে। তবে শো শুরুর মাত্র কয়েকঘন্টা আগে বাতিল করে দেওয়া হল বাংলা ব্যান্ডের মেগা শো।
১২ই ফেব্রুয়ারি আট ঘণ্টায় ছ'টি প্রথম সারির ব্যান্ড এবং সংগীতশিল্পীদের এক মঞ্চে পারফর্ম করবার কথা ছিল। সেইমতো টিকিটও বিক্রি হয়েছিল দেদার। অনুষ্ঠানের নাম ‘ব্যান্ড-এ-মাইক’ ((Band-E-Mic)। তবে শুক্রবার ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, ক্যানসেল করা হচ্ছে এই শো। এই অনঅভিপ্রেত ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়।
কেন বাতিলকরা হল 'ব্যান্ড-এ-মাইক'?
আয়োজকদের তরফে ফেসবুকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘দশম এবং দ্বাদশ শ্রেণির একাধিক বোর্ডের পরীক্ষা আসন্ন। আর সেই কারণেই শহরের মধ্যে এত বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরীক্ষার কারণে ১২ তারিখের Band-E-Mic কনসার্ট আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। আগে থেকে অনুমতি পাওয়া গেলেও বর্তমানে তা গ্রাহ্য হচ্ছে না। ফলত, কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।’ আরও জানানো হয়েছে, আগামী মাসের প্রথম দিকে এই কনসার্ট সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। খুব শীঘ্রই নতুন তারিখ ও ভেনু ঘোষণা করা হবে।
জানা যাচ্ছে আড়াই হাজারেরও বেশি মানুষ এই কনসার্টের টিকিট কেটে ফেলেছেন। টিকিট মূল্য ৪৯৯ থেকে শুরু করে ২৪৯৯ টাকা। এখন প্রশ্ন হল দর্শকরা কি টিকিটের মূল্য ফেরত পাবেন? আয়োজকরা জানিয়েছেন- পুরনো টিকিটেই নতুন ভেনুতে কনসার্ট দেখা যাবে। তবে যদি কেউ টিকিটের পয়সা ফেরত চান তাহলে সেই ব্যবস্থাও করা হবে। পুরনো টিকিট দিয়েই নতুন তারিখে কনসার্ট দেখা যাবে, সেকথাও জানিয়েছেন আয়োজকরা।