বাংলা সারেগামাপা-২০২৪-এর বিজেতা তিনি। আর সারেগামাপা-র দৌলতে নিত্যদিনই এখন নেটিজেনদের আগ্রহের বিষয়বস্তু তাঁরা। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের প্রতিযোগীরা প্রতিযোগিতা শেষে কী করছেন, তা নিয়ে নেটপাড়ার আগ্রহ রয়েছে বৈকি। আর আজ (১৪ মার্চ) দোল, তাই এই দিনে দেয়াশিনী, অতনু, অনীক, ময়ূরী, সাঁই, আরাত্রিকারা কী করছেন, কীভাবে কাদের সঙ্গে রং খেলছেন, তা অনেকেই জানতে চান।
সোশ্যাল মিডিয়ার পাতায় দোল সেলিব্রেশনের ভিডিয়ো পোস্ট করেছেন দেয়াশিনী রায়। নদিয়ার মদনপুরের মেয়ে তিনি। দোলের দিনটিও সেখানেই কাটিয়েছেন। তাঁরই পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, মদনপুরে তাঁর বাড়ি সংলগ্ন কোনও এক মাঠে আয়োজিত বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন গায়িকা। কালো পাড়, হলুদ শাড়িতে খোলা চুলে এদিন বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে। স্থানীয় এক খুদের গালে আবির মাখাতে দেখা গেল দেয়াশিনীকে। সেই খুদের পরনেও ছিল হলুল পাড় লাল শাড়ি। সেও পাল্টা দেয়াশিনীর গালে আবির মাখিয়ে দেয়। এরপর রং-বেরঙের আবিরে রঙিন হয়ে বাড়ির লোকজনের সঙ্গে ছবিও তোলেন। দেয়াশিনীর ভিডিয়োতে মদনপুরের সেই মাঠে অনেককেই রং খেলতে দেখা যায়।
ভিডিয়োটি পোস্ট করে সকলে হোলির শুভেচ্ছা জানিয়েছেন দেয়াশিনী রায়। সঙ্গে লিখেছেন, 'এর বেশি ফোন হাতে রাখতে পারিনি'। অর্থাৎ তাঁর কথাতেই বেশ বোঝা যাচ্ছে চুটিয়েই রং খেলেছেন, আর সেকারণেই হয়ত ফোন বেশিক্ষণ হাতে নিয়ে ভিডিয়ো শ্যুট করার পরিস্থিতিতে ছিলেন না গায়িকা।
আরও পড়ুন-অরিজিৎ-এর বাইক আটকে রং মাখিয়ে ভূত করলেন এরা কারা? জিয়াগঞ্জের রাস্তায় ঠিক কী ঘটল?
প্রসঙ্গত, সারেগামাপা ২০২৪ জিতে নেওয়ার পর চারিদিক থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন দেয়াশিনী রায়। কয়েকদিন আগেই ‘Women’s Day তে (নারী দিবসে) মদনপুর সগুনা গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং ব্লকের সভানেত্রী তাঁকে তাঁর বাড়ি এসে শুভেচ্ছা জানান ও সম্বর্ধনাও দেন! আবর যেদিন কলকাতা থেকে শো শেষে বাড়ি ফিরলেন, সেদিনও তাঁর মদপুরের বাড়ির সামনে অপেক্ষা করছিল চমক। তাঁর বাড়ির সামনে রাখা ছিল Welcome Champ-বলে একটা প্ল্যাকার্ড। আর সেটা দেখেই আবেগে অঝোরে কেঁদেও ফেলেন দেয়াশিনী রায়। সেদিনও তাঁর বাড়ির সামনে ভিড় করেছিলেন পরিবারের লোকজন, আত্মীয় সহ গোটা মদনপুরের বহু বাসিন্দা।
তাঁর কথায়, ‘এটা একটা ভীষণ খুশির মুহূর্ত আমার কাছে, আমার থেকেও হয়ত বেশি আমার বাবা-মা প্রতিবেশীদের কাছে, আমার গুরুদের কাছে। আর সেই জন্যই আমি আবেগতাড়িত হয়ে পড়ি।'