এখনও উত্তপ্ত হয়ে আছে বাংলাদেশ। সাধারণ নাগরিকদের একাংশ যদিও রাত জেগে সংখ্যালঘুদের বাড়ি মন্দির পাহারা দিচ্ছে, তবুও কমছে না হিংসা। এরই মাঝে কী জানালেন ঢাকার এক মন্দিরের পুরোহিত?
আরও পড়ুন: 'বাচ্চাদের মতো খুশি...' দেবের হাত ধরে মধ্যরাতে শহর ছাড়লেন রুক্মিণী, জুটি বেঁধে দুটিতে কোথায় বেড়াতে গেলেন?
কী জানালেন ঢাকার পুরোহিত?
শেখর লাল গোস্বামী নামক বছর ৭৩ এর ঢাকার এক মন্দিরের পুরোহিত জানালেন তাঁরা ১২ পুরুষ ধরে পৌরহিত্য করছেন। তাঁরা ঢাকার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সেবায়েত। এদিন টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই ব্যক্তি জানিয়েছেন তিনি কোনও শর্তে এই মন্দির ছেড়ে যাবেন না। তাঁর কথায়, 'যাই হয়ে যাক এই মন্দির ছেড়ে আমি যাব না। এর থেকেও খারাপ সময় দেখেছি।'
তিনি আরও জানান, 'এই ৫৮৩ বছর পুরোনো মন্দির থেকে পাকিস্তানি সৈন্যরা দুইবার আমাদের তাড়িয়ে দিয়েছিল। তারপর মুক্তি বাহিনীতে যোগ দিই ১৯৭১ সালে। ভারতীয় সেনার সাহায্যে সেই লড়াই লড়া হয় তখন।'
শেখর লাল গোস্বামী জানান প্রথমবার যখন তাঁকে এই মন্দির থেকে উৎখাত করা হয় তখন তাঁর বয়স মাত্র ২০। পুরোহিতের পোশাকেই তিনি পুজো করছিলেন তখন। তাঁকে চোখে কাপড় বেঁধে ওই অবস্থাতেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি জানান, 'আমি তো ভেবেছিলাম আর বুঝি বেঁচে ফিরব না। কিন্তু এগারো দিন পর ওরা আমায় ছেড়ে দিল। আমি দুবারই মা কালীর আশীর্বাদে ফিরে এসেছিলেন। এবারও কোথাও যাব না।'
আরও পড়ুন: 'সিপিএম - তৃণমূল করতে এলে...' আরজি করের ঘটনায় কড়া বার্তা স্বস্তিকার, ক্ষোভ উগরে কী বললেন জিতু?
কী ঘটেছে বাংলাদেশে?
গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।