বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে ‘চুলোচুলি’ কখনও বন্ধ হওয়ার নাম নেয় না। ফের সম্মুখ সমরে পদ্মা পারের দুই নায়িকা। একে-অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে ব্যবহার করলেন তির্যক ভাষা।
সম্প্রতিই সে দেশের পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন বুবলী। আর কারণ হিসেবে জানিয়েছেন, শাকিব খানের নামে আপত্তিকর মন্তব্য করার কারণেই তাঁর এই সিদ্ধান্ত। এদিকে বুবলীর এই বক্তব্য সামনে আসতেই প্রকাশ্যে প্রতিবাদ করেন অপু। এটিকে বর্ণনা করেন ‘গেমপ্ল্যান’ হিসেবে।
অপু কী বলেন বুবলীর নামে?
এক সংবাদমাধ্যমকে অপু জানান, ‘নিজে সিনেমা থেকে বাদ পড়ে শাকিবকে এখন দেওয়াল হিসেবে ব্যবহার করছে। দুর্বল গেমপ্ল্যান। সিনেমা থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো কোনও বাক্য বলতেনই না। সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে আসলে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন।’
বুবলীর আক্রমণ অপু বিশ্বাসকে:
এরপরই সোচ্চার হন বুবলীও। এমনকী অপুকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’র সঙ্গেও টানেন তুলনা। এই অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘উনি নিঃশ্বাসের থেকেও, বুবলী নামটা বেশি নেন। বুবলীর নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গিয়েছেন। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই, যা করছেন না। শাকিব আমার পরিবার। আমি সবসময় তাঁর নাম নিয়েছি। আগেও নেবো। পরিবারের সদস্যদের নাম নিতে গিয়ে কেউ কখনও ক্লান্ত হয় না! যে মহিলা আমার নামে এসব বলছে, তিনি কে? ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো তিড়িং-বিড়িং করেন আমাদের মাঝখানে। আমাকে ও আমার ছেলেকে টেনে আনেন সব জায়গায়। কী সব নোংরা শব্দ ব্যবহার করছেন। মুখের থেকে সবসময় দুর্গন্ধজনক শব্দ বেরোয় ওঁর, কারণ ভিতরটাও তো ওরকম।’
বাবলী এরপর হুশিয়ারি দিয়ে বলেন তিনি আর চুপ থাকবেন না। ‘নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে (শাকিব-বুবলীর ছেলে) তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকব কেন? সে এসব নিয়ে নিজে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই এসব গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে বেরোয়।’
এরপর অপু-কে তাঁর পোশাক ও চরিত্র নিয়েও খোঁটা দেন বুবলী। বলেন, ‘এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠল, যখনই আর বনিবনা হল না, তখন বলেন যে, এই প্রেমের কথা নাকি ইচ্ছে করে রটিয়েছেন। কদিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা শুট করে এসেছে। অশ্লীল পোশাক পরেছে। সেই আবার অন্য নায়িকাদের বলেন, কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি।’