টানা ১১ বছর শাকিব খানের সঙ্গে সংসার করেছেন অপু বিশ্বাস। ২০১৮ সালে ভেঙে যায় সেই বিয়ে। তারপর ২০২২ সালে খবর আসে অপুকে ছেড়ে বুবলীকে লুকিয়ে বিয়ে করেছেন শাকিব। এখন খবর সেই সম্পর্কও অতীত। সব ভুলে কি শাকিবের কাছেই ফিরে যাবেন অপু?
1/5কলকাতা বই মেলা উপলক্ষে শহরে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি থাকেন খবরে। উপলক্ষ অবশ্যই প্রাক্তন স্বামী শাকিব খান। কলকাতায় এসেও বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে মুখ খুললেন অপু। শুধু তাই নয়, প্রাক্তন শ্বশুরবাড়ির কাছে ক্ষমাও চেয়ে বসলেন।
2/5বিয়েটা দীর্ঘদিন লুকিয়ে রেখেছিলেন শাকিব আর অপু। এরপর যখন ছেলে আব্রাহাম জয়ের বয়স ৬ মাসের কাছাকাছি তখন ছেলেকে নিয়ে সোজা পৌঁছে যান সেই দেশের এক নিউজ চ্যানেলে। লাইভে এসে শাকিবের সঙ্গে বিয়-বাচ্চা হওয়া সবটাই খোলসা করেন। শ্বশুরবাড়ির নামেও মুখ খোলেন। এই ঘটনার জেরে অবশ্য বিচ্ছেদও হয়ে যায়।
3/5সম্প্রতি কলকাতায় অপুকে বলতে শোনা গেল, ‘অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার যায় না। আমি তো চাইলেও সেই কথাগুলো মুছে ফেলতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি অবসাদের মধ্যে দিয়েও যাচ্ছিলাম। ওদের কাছে (শাকিব ও তাঁর পরিবার) ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। ওরা আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করেছে। আমি ভাগ্যবান।’
4/5শাকিবের সঙ্গে সম্পর্কের সমীকরণ এখন কী জানতে চাওয়া হলে অপু জবাব দেন, ‘আগের মতো মনের মধ্যে কোনও ক্ষোভ রাখতে চাই না। সময় হলে সবটাই সবাইকে জানাব। তবে শাকিব খান না থাকলে আজ অপু বিশ্বাস হয়ে ওঠা হত না। সহ অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটি বুঝিয়েছে। তাই আমার কেরিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব ওর। ’
5/5প্রসঙ্গত, ২০২২ সালে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের ব্যাপারটা সামনে আসে। বুবলীকেও লুকিয়ে বিয়ে করেছিলেন শাকিব। ছেলে বীরের ছবি সামনে এনে শাকিবের সত্যি ফাঁস করেন বুবলী সেইসময়। তারপর বুবলী আর শাকিবের মধ্যেও ছাড়াছাড়ি হয়ে যায় বলে খবর।