বাংলা নিউজ > বায়োস্কোপ > Bangladesh-Badhan: ‘স্বাধীনতা অর্থহীন, যদি হিন্দু ভাই-বোনদের আক্রমণ করা হয়’, শান্তির ডাক আজমেরী হক বাঁধনের

Bangladesh-Badhan: ‘স্বাধীনতা অর্থহীন, যদি হিন্দু ভাই-বোনদের আক্রমণ করা হয়’, শান্তির ডাক আজমেরী হক বাঁধনের

বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর ডাক দিলেন বাঁধন।

সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর থেকে আরাজকতা আরও বেড়েছে। আক্রমণ করা হচ্ছে হিন্দুদের। যা নিয়ে গলা তুলেছেন একাধিক তারকা। তাতে রয়েছেন সে দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন-ও। 

কোটা সংস্কার আন্দোলন নিয়ে রবিবার অবধিও বাংলাদেশের পাশে ছিল প্রায় গোটা দুনিয়া। তবে সোমবারই বদলে যায় পরিস্থিতি। পদত্যাগ দিয়ে দেশ ছাড়ে শেখ হাসিনা। তারপর থেকে শুরু হয় লুঠতরাজ, ভাঙচুর। শুধু তাই নয়, সেদেশের সংখ্যালঘু হিন্দুদের মেরে ফেলা, তাঁদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরও আসছে একাধিক জায়গা থেকে। ইতিমধ্যেই তা নিয়ে সোচ্চার হয়েছেন তারকারা। তাতে সামিল হলেন সেই দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন-ও। 

শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের নিন্দা, বিচার দাবি, গণগ্রেপ্তার বন্ধ করা, সরকারের সমালোচনা ও পদত্যাগ দাবি করে স্লোগান দিয়েছিলেন বাঁধন। এবার দিচ্ছেন শান্তির ডাক। ‘এখনই সহিংসতা ও অগ্নিসংযোগ বন্ধ করার ডাক দিচ্ছি। আমি সবাইকে শান্ত থাকার এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছি। সাম্প্রদায়িক সহিংসতার খবর গভীরভাবে উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন, যদি আমাদের হিন্দু ভাই-বোন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়।’, বলতে শোনা গেল বাঁধনকে। 

আরও পড়ুন: জ্বলছে বাংলাদেশ, পিটিয়ে হত্যা করা হল শ্রাবন্তী-কৌশানির নায়ক শান্ত খান ও তার প্রযোজক বাবাকে

চুরি ও লুট নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেওয়া যাবে না’। 

আরও পড়ুন: ইসলামপন্থীদের খুশি করতে এই হাসিনা একদিন আমায় দেশ থেকে বের করে দেন, আজ ইসলামপন্থীরাই তাঁকে…: তসলিমা

প্রসঙ্গত, বাংলাদেশের ফোক ব্যান্ড জলের গান-এর গায়ক, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়িতে হামলা করে কিছু দুষ্কৃতি। তাঁর ছোটবেলা থেকে এখন পর্যন্ত বানানো প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়। কদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কদিন আগেই রাহুলের বাড়ি থেকে ঘুরে গিয়েছিলেন। যা সেইসময় গর্বে বুক ফুলিয়েছিল বাঙালির। তবে এখন, সেই শিল্পীর বাড়িতেই হামলা হওয়ায় সামাজিক মাধ্যমে প্রতিবাদের সুর চড়িয়েছেন বহু মানুষ। 

আরও পড়ুন: বাংলাদেশে আগুন জ্বলছে, রাফিয়াত রশিদ মিথিলার গাড়ি থামিয়ে তল্লাশি উন্মত্ত জনতার, কী ঘটেছে?

এদিকে, পড়শি দেশের পরিস্থিতি অশান্ত হতেই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে যদি কোনও অশান্তি সৃষ্টি হয়, তার কিছু প্রভাব এ দেশে এসে পড়বে। কিন্তু, আমাদের শান্ত থাকতে হবে।’

 

বায়োস্কোপ খবর

Latest News

কালীঘাটে মমতা-জুনিয়ার ডাক্তার রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে উঠল স্লোগান…ছবি একনজরে বেঙ্গালুরু কি কর্ণাটকে না পাকিস্তানে! কেন হঠাৎ সুইগির ওপর ক্ষুব্ধ হলেন মহিলা শীঘ্রই শুরু হবে সেনসাস, জাতিগণনা নিয়ে এখনও চিন্তাভাবনা চালাচ্ছে সরকার পৃথিবীর টানে ছুটে আসছে 'মিনি মুন'! দুই উপগ্রহ নিয়ে ঘুরপাক খাবে পৃথিবী জুনিয়র ডাক্তারদের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিং, ছবি নিয়ে আসরে নামল তৃণমূল স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.