বাংলাদেশের পরিস্থিতি যেন দিনদিন চলে যাচ্ছে হাতের বাইরে। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন দুই বাংলার তারকারা। সোমবার ছাত্র আন্দোলনের কারণে পদত্যাগ করেন শেখ হাসিনা। শুধু তাই নয়, বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড, আমেরিকায় যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। যদিও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে দুই দেশ তাঁকে আশ্রয় দিতে রাজি নয়।
এদিকে, সেনাবাহিনীর হাতে চলে গিয়েছে বাংলাদেশের ক্ষমতা। তাতে অবশ্য শান্ত হওয়ার নাম নেই দেশ। চলছে অবাধে লুঠতরাজ, ভাঙচুর, সংখ্যালঘু হিন্দুদের হত্যা। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে ঢাকায় শুরু হয়েছে ডাকাতিও। ডাকাত ঠেকাতে একত্র হয়ে স্থানীয় সাধারণ মানুষরা পাহারা দিচ্ছেন।
আরও পড়ুন: খুব ভালো ক্রিকেট খেলতেন! কলেজে কেমন ছিল বুদ্ধবাবু, খোলসা করলেন বন্ধু-প্রতিবেশীরা
পাহারা দিতে রাস্তায় নেমেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বুধবার রাতে বটি হাতে পাহারা দিতে দেখা গেল অভিনেত্রীকে। ফেসবুক স্টোরিতে নিজের বঁটি হাতে ছবি শেয়ার করে বাঁধন লেখেন, ‘মাঝরাত’।
বরাবরই ছাত্র আন্দোলন নিয়ে সোচ্চার ছিলেন এই অিনেত্রী। অগাস্টের প্রথমদিন বৃষ্টিতে ভিজে ছাত্রহত্যার প্রতিবাদ করতে রাজপথেও নেমেছিলেন। তবে ছাত্র আন্দোলনের শেষে শুরু হওয়া অরাজকতা নিয়েও মুখ খুলতে ভয় পাচ্ছেন না।
আরও পড়ুন: লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের কারণে ইমরান খানের বিয়ে ভাঙে? মুখ খুলল আমির-ভাগ্নে
হিন্দুস্তান টাইমস বাংলাকে বাঁধন জানান, ‘কিছু সুবিধাবাদী মানুষ লুঠ করেছেন, কিছু সাম্প্রদায়িক, উগ্র চিন্তার মানুষ আছেন, যাঁরা এই আন্দোলনকে ঢাল বানিয়ে নিজেদের এজেন্ডাকে পূরণ করতে চেয়েছেন। জানি না, আমাদের এখানকার কিছু সংবাদমাধ্যম ছাড়া সকলে সঠিকটা দেখাচ্ছেন কিনা! ওঁরাও তো অন্ধ হয়ে গিয়েছে।’
আরও পড়ুন: স্বৈরাচারী কন্যার জন্যই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, ধিক্কার জানাই, আর বলতে চাই…: বাঁধন
‘যে ধরনের সহিংসতা ঘটেছে সেটার জন্য আমরা অবশ্যই দুঃখিত। আমি চাই এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক, এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন। বাংলাদেশে যাঁরা জন্মেছেন, দেশটা সবার, আমরা সবাই বাংলাদেশী। আমরা হিন্দু-বৌদ্ধ-ক্রিশ্চান-আদিবাসী, কেউ আলাদা নই। আমরা এমন রাষ্ট দেখতে চাই, যেখানে কোনও বৈষম্য থাকবে না। ছাত্রদের স্পিরিটকে কাজ লাগাতে পারলে, তাঁরাই আমাদের পথপ্রদর্শক হবেন। আমি এবং আমরা বারবার বলছি আমরা ছাত্রদের কাছে কৃতজ্ঞ।’, বলেছেন বাঁধন।