বাংলা নিউজ > বায়োস্কোপ > স্বামীর সঙ্গে মিমকে জড়িয়ে তুলেছেন পরকিয়ার অভিযোগ, এবার সেই রাজের সঙ্গেই ছেলের ৩ মাসের জন্মদিন পালন করলেন পরীমনি

স্বামীর সঙ্গে মিমকে জড়িয়ে তুলেছেন পরকিয়ার অভিযোগ, এবার সেই রাজের সঙ্গেই ছেলের ৩ মাসের জন্মদিন পালন করলেন পরীমনি

পরীমনি-রাজ-মিম।

পরীমনি ফেসবুকে ছেলের ৩ মাস উদযাপনের একটা ছবি দিয়েছেন। যাতে ফোটো কার্টেসিতে জুড়েছেন বরের নাম। নেট-নাগরিকদের প্রশ্ন, রাজ আর মিমের যদি পরকীয়া হয়েই থাকে তাহলে কীভাবে তাঁরা একসঙ্গে মাতলেন আনন্দানুষ্ঠানে।

বাংলাদেশের দুই নায়িকার চুলোচুলি চলছে আপাতত সোশ্যাল মিডিয়ায়। এক নায়িকার দাবি তাঁর বরের সঙ্গে পরকীয়া করছেন আরেক নায়িকা। আপাতত সেই ছাপ পড়েছে এই বাংলাতেও। দুই নায়িকাকে নিয়ে জোর আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

ঠিকই ধরেছেন কথা হচ্ছে পরীমনি আর বিদ্যা সিনহা সাহা মিমকে নিয়ে। দুজনেরই বিয়ে হয়েছে সদ্য। এর মধ্যে পরীমনি আবার মা-ও হয়ে গিয়েছেন মাস তিন আগে। মিমের বিয়ে হয়েছে ২০২২ সালের জানুয়ারিতে। তবে পরীমনির অভিযোগ তাঁর বর শরিফুল রাজের সঙ্গে পরপর দুটো ছবি করার পরই নাকি সম্পর্কে জড়িয়েছেন মিম। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দু-চার কথা শুনিয়েও দিয়েছেন প্রকাশ্যে। কিছুক্ষণের মধ্যে পালটা জবাব এসেছে মিমের থেকেও। মানে কেউই কাউকে একচুল জমি ছাড়তে রাজি নন।

তবে সবাইকে অবাক করে দিয়ে এসব ঝামেলার মাঝেই পরীমনি ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ছেলের ৩ মাসের জন্মদিনের। দেখা যাচ্ছে ছেলে রাজ্যকে কোলে নিয়ে তিনি ছবির জন্য পোজ দিয়েছেন। সামনে রাখা ২টো কেক। পিছনটা বেলুন দিয়ে সাজানো। আর লেখা ‘Happy 3 Months’। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।Happy three months Baajaan #শাহীম_মুহাম্মদ_রাজ্য। ছবিঃ Razz।’

অর্থাৎ বরের সঙ্গেই ছেলের ৩ মাস উদযাপন করেছেন। আর এই ছবি ঘিরেই উঠছে প্রশ্ন। একদিন আগেও যেই বরের নামে পরকীয়ার অভিযোগ আনলেন তাঁর সঙ্গেই কীভাবে হল এত আনন্দানুষ্ঠান, প্রশ্ন তুলছেন নেট-নাগরিকরা। সবকিছুই পাবলিসিটি স্টান্ট নয় তো?

প্রসঙ্গত পরীমনি ফেসবুকে লিখেছিলেন, ‘মিম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল তোমার। আর রাজ এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার, ধন্যবাদ।’ জবাবে অবশ্য মিম লিখেছিলেন, ‘আমি জানি আমার পারিবারিক শিক্ষা আর মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পরিবারিক আবহে, আমার চারপাশটা কেমন, এখন যে বা যারা কোনও ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা নেই। আর এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।’

 

বন্ধ করুন