বাংলাদেশে এখনও ধিকিধিকি জ্বলছে অশান্তির আগুন। হাসিনা পদত্যাগ করার পরই দাঙ্গাকারীরা একাধিক জায়গায় হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, হত্যা করেছে তাঁদের নির্বিচারে। এমন অশান্তির মাঝেও পড়শি দেশ থেকে ভেসে ভেসে আসছে টুকরো ভ্রাতৃত্ববোধের ছবি। মুসলিমরাই সেখানে পাহারা দিচ্ছেন মন্দির, ঐতিহ্যবাহী স্থান।
কী ঘটেছে?
গত সোমবার, ৫ অগস্ট জনরোষের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরই তিনি বোনকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন। তারপরই অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। শুরু হয় লুটপাট। পুড়িয়ে দেওয়া হয় হিন্দুদের বাড়ি ঘর। খুন করা হতে থাকে তাঁদের। এরপরই সোমবার বিকেলে ঢাকার একটি বইয়ের দোকান মালিক শাহাদাত জামান ফেসবুকের পাতায় একটি পোস্ট করে জানান তিনি রাজারবাগ কালী মন্দির পাহারা দেবেন রাত জেগে। তাঁর এই পোস্ট দেখে ২৫ জন স্থানীয় ব্যক্তি সেখানে হাজির হয় তাঁকে সঙ্গ দেবেন বলে।
জামান জানিয়েছেন একাধিক ব্যক্তিরাই এই সময় সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েছেন কমিটি তৈরি করে মন্দির রক্ষার জন্য। একই সঙ্গে হিন্দুদের বাড়ি এবং ব্যবসা রক্ষা করার দায়িত্বও তাঁরা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। বিশেষ করে এই কাজে ছাত্ররা এগিয়ে এসেছেন বলেই জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক প্রত্যয় ঘোষ জানিয়েছেন তাঁদের দেশে তৈরি হওয়া এই মন্দিরগুলো মূলত ভক্তি মুভমেন্টের সময় তৈরি করা হয়েছে। সেদেশে প্রায় ৪০০০০ এমন মন্দির আছে। আর মধ্যে যেমন কিছু টেরাকোটার মন্দির আছে, তেমনই আছে অন্যান্য মন্দির। প্রাকৃতিক দূর্যোগ, রাজনৈতিক সমস্যার পরেও সেগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর সেই মন্দির, স্থাপত্য রক্ষার দায়িত্বই বর্তমানে সেদেশের নাগরিকরা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন।
আরও পড়ুন: 'বাচ্চাদের মতো খুশি...' দেবের হাত ধরে মধ্যরাতে শহর ছাড়লেন রুক্মিণী, জুটি বেঁধে দুটিতে কোথায় বেড়াতে গেলেন?
আরও পড়ুন: ছবি ৩০০ কোটির নিচে ব্যবসা করলেই মন খারাপ হয় সলমনের! কী জানালেন বন্ধু নিখিল আডবানি?
কী ঘটেছে বাংলাদেশে?
গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।