ইসলাম ধর্মালম্বীদের কাছে পবিত্র মাস হল রমজানের মাস। সাধারণ মানুষের পাশাপাশি তারকাও নিজেদের মতো করে রোজা রাখেন। এই তালিকায় রয়েছেন শুধু বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমনিও। সোশ্যাল মিডিয়ায় তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রমজানের স্পেশাল কিছু মুহূর্ত।
মঙ্গলবার সন্ধ্যায় পরীমনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, দুই সন্তানকে নিয়ে ইফতার পার্টি করছেন নায়িকা। ছোট্ট পদ্মও সকলের সঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করছে।
আরও পড়ুন: ২৫ বছর পর সিনেমার পর্দায় রাতুল শঙ্কর, কার বিপরীতে অভিনয় করবেন তিনি?
আরও পড়ুন: 'অমিতাভের সঙ্গে ঝামেলাই…', সাইন করিয়েও কেন রেখাকে ছবি থেকে বাদ দেন রঞ্জিত?
বাংলাদেশের নামী খাদ্য সংস্থার পরিবেশনায় ইফতার পার্টির সমস্ত খাবার ডেলিভারি হয়েছে অভিনেত্রীর বাড়িতে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, টেবিলে সাজানো রয়েছে ডিম, খাসির বিরিয়ানি, ফল সরবত এবং আরও অনেক কিছু।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, টেবিলের উপর সাজানো রয়েছে প্রচুর খাবার। হাসিমুখে সবাই খাবার খাচ্ছেন। হলুদ সালোয়ার কামিজে সেজে সকলকে খাবার পরিবেশন করছেন অভিনেত্রী। ছোট্ট সন্তানকে নিয়ে কি রোজ রোজা রাখা সম্ভব হচ্ছে পরীমনির?
আরও পড়ুন: ‘নাদানিয়া’-য় অভিনয় করে কটাক্ষের শিকার ইব্রাহিম, সামাল দিতে কোন গান ধরলেন করণ?
আরও পড়ুন: পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে সমস্যায় হেমা, অভিযোগ দায়ের সিংহদ্বার থানায়
পরিমনির আপ্ত সহায়ক তুরান মুন্সি আনন্দবাজার ডট কমকে বলেন, ‘দিদির ছেলে পদ্ম এখনও স্তন্যপান করে। খুব স্বাভাবিকভাবেই রোজ রোজা রাখা সম্ভব হচ্ছে না দিদির পক্ষে। যেদিন সম্ভব হচ্ছে, সেই দিন নিখুঁতভাবে সবকিছু মানার চেষ্টা করছেন দিদি। তবে রোজ রোজা না রাখতে পারলেও এই রমজানে অন্তঃসত্তা এবং নতুন মায়েদের জন্য বস্ত্র বিপণি খুলেছেন দিদি।’