সালটা ছিল ২০০১, সেবছর পরীমনির মাদককাণ্ডে গ্রেফতার হওয়া ও জেল কাটার ঘটনা সকলেরই জানা। তখন দীর্ঘ ২৭ দিন বাংলাদেশের জেলে কাঠিতে হয়েছিল বাংলাদেশের 'পরী'কে। তবে সেসবই এখন অতীত। পরে বিয়ে করে সংসার পাতেন অভিনেত্রী। সন্তানের মাও হন। যদিও সেই বিয়ে না টিকলেও সন্তান পদ্ম ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে সুখেই কাটছে 'পরী'র জীবন। এদিকে এরই মাঝে ফের আইনি বিপাকে জড়ালেন অভিনেত্রী।
পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগ এনেছিলেন। গতবছরই শোনা গিয়েছিল সেকথা। যদিও ঘটনাটা ২০২১ সালের জুলাই মাসের ঘটনা। ২০২২ সালের জুলাই মাসে পরীমনির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। রবিবার সেই মামলার শুনানিতে হাজিরা না দেওয়ার কারণেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে পরীর বিরুদ্ধে।
রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে শুধু অভিনেত্রী নন, তাঁর ড্রেস ডিজাইনার বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন-সামনে এল উইনডোজ প্রোডাকশনের পুজোর ছবির নাম, 'রঘুডাকাত'-এর সঙ্গে পাঙ্গা নিতে আসছে কে?
জানা যায়, ২০২১ সালে জুলাই মাসে ঢাকার সাভার বোট ক্লাবে পরীমনি ও তাঁর সহযোগীরা গিয়েছিলেন। সেখানে প্রথমে তাঁরা স্নানঘর ব্যবহার করেন। পরে মদ্যপান করতে শুরু করেন। জানা যায়, ব্লু লেবেল মদের বোতল ও দুটি ওয়াইঅন বোতলের অর্ডার দিয়েছিলেন অভিনেত্রী। সেগুলি শেষ হলে অভিনেত্রী ফের সেই একই জিনিস অর্ডার করেন। তবে স্টক না থাকার কারণেই শুরু হয় সমস্যা। শুরু হয় হট্টগোল। সেখানে অভিনেত্রী ভাঙচুর করেন বলে অভিযোগ। বচসার জেরে তিনি দু'জনকে চড়ও মারেন বলে অভিযোগ। ভাঙচুর করেন সেই ক্লাবের টেবিলে থাকা একাধিক গ্লাস। এমনি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকেও কাচের গ্লাস ছু়ড়ে মারেন বলে অভিযোগ। তাতে ব্যবসায়ী মাথায় ও বুকে আঘাত লাগে। আর তাতেই হত্যার চেষ্টা বলেই অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগ, এরপর নাকি মদের দাম না চুকিয়েই নাকি সেখান থেকে পালিয়ে যান পরীমনিও তাঁর সহযোগীরা।
এদিকে এই মামলায় রবিবার শুনানির দিন আদালতে হাজির ছিলেন না পরীমনি। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, তিনি আদালতের কাছে সময় চেয়ে নিয়েছিলেন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায় এবং পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন হয়। এদিকে আদালতে হাজিরা না দেওয়ার কারণে পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আর একথা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান পরীমনির আইনজীবী নীলাঞ্জনা সুরভি রিফাত। এদিকে কেউ কেউ বলছেন নতুন সরকারের বিরুদ্ধে মুখ খোলার কারণেই নাকি পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।