বাংলা নিউজ > বায়োস্কোপ > Rituparna-Swastika: ঋতুপর্ণা-স্বস্তিকাদের উপর ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের নতুন সরকারের! আটকে শ্যুটিং

Rituparna-Swastika: ঋতুপর্ণা-স্বস্তিকাদের উপর ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের নতুন সরকারের! আটকে শ্যুটিং

ঋতুপর্ণা-স্বস্তিকাদের উপর ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের নতুন সরকারের! আটকে শ্যুটিং

Rituparna-Swastika: হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বেশ খানিকটা দোলাচলে, ভিসা জটিলতা দেখা গিয়েছে দুই পারের শিল্পীদের জন্যই। ভারতের ভিসা মেলেনি পরীমনি,বাঁধনদের। এবার ঋতুপর্ণা-স্বস্তিকার কাজেও বাধ সাধল ভিসা জটিলতা। 

হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বেশ খানিকটা দোলাচলে। বিশেষত ক্ষমতাচ্যুত হাসিনাকে ভারতে আশ্রয় দানের বিষয়টা মোটেই ভালো চোখে দেখেনি সে দেশের নতুন সরকার। তার প্রভাব বিনোদন জগতেও। ভারত-বাংলাদেশ ভিসা জটিলতার প্রভাব পড়ছে দুই বাংলার ছবিতে। 

কাজ আটকে গিয়েছে একাধিক ছবির। ভিসা না পাওয়ার কারণে দেবের নায়িকা হিসাবে কাজ করা হয়নি ফারিণের। পরীমণিও ফেলুবকশি-র ডাবিং-এর কাজে কলকাতায় আসতে পারেননি। উলটো পারেও একই ছবি। স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো টলিউড নায়িকাদের ওয়ার্ক পারমিট ও ভিসা দিচ্ছে না বাংলাদেশ সরকার। চলতি মাসেই বাংলাদেশে গিয়ে সিনেমার শ্যুটিং শুরু করার কথা ছিল ঋতুপর্ণা, স্বস্তিকার। 

ঢাকায় এসে শ্যুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না টলি নায়িকারা, মেলেনি ভিসাও। বাংলাদেশি পরিচালক হিমু আকরামের ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাতে লিড চরিত্রে কাজ করছেন স্বস্তিকা, গত সপ্তাহেই সেই ছবির শ্যুটিং শুরু করার কথা ছিল। কিন্তু সম্ভব হয়নি। রাশিদ পলাশের পরিচালনায় ‘তরী’ সিনেমার শ্যুটিংয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু সেখানেও ওয়ার্ক পারমিট ও ভিসা সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিতর্কের জল কতদূর গড়ায়, আপতত সেটাই দেখার। 

বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সরব থেকেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু বাংলাদেশের নতুন সরকার আসার পর স্বস্তিকার কাজই বানচাল হওয়ার জোগাড়। 

গত ৫ই অগস্ট গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনার তিনদিন পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকে বাংলাদেশে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল হয়েছে। কিন্তু এই ভিসা জট না কাটলে দুই দেশের চলচ্চিত্রে শিল্পে ব্যাপক ক্ষতি হবে, শঙ্কায় প্রযোজকরা। 

আপতত কলকাতায় আন্দোলনরক জুনিয়র চিকিৎসকদের হয়ে গলা ফাটাচ্ছেন স্বস্তিকা। অন্যদিকে দেশের বাইরে ঋতুপর্ণা সেনগুপ্ত। চলতি মাসের গোড়ায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে হেনস্থার শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.