বিগত মাসখানেক ধরেই বিতর্কে রয়েছেন সারেগামাপা-খ্যাত বাংলাদেশের গায়ক নোবেল। সম্প্রতি পড়শি দেশের এক অনুষ্ঠানে মত্ত অবস্থায় স্টেজে ওঠেন তিনি। অবস্থা এমন হয় যে গান গাইতে গাইতে স্টেজে বসে পড়েন। উদ্য়োক্তারা এসে তাঁকে নামিয়ে নিয়ে যায়। তারপর থেকেই নোবেলের উপরে বেশ ক্ষিপ্ত জনতা। সঙ্গে নোবেলকে নিয়ে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সালসাবিল। প্রকাশ্যে এসে জানিয়েছেন নোবেলের মাদক আসক্তির কারণেই তিনি ইতিমধ্যে ডিভোর্সের আবেদন করে ফেলেছেন। কারণ তাঁর স্বামী নেশা ছাড়তে রাজি নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালসাবেল দাবি করলেন প্রতিদিন নোবেলের মাদক লাগে প্রায় ৪ লাখ টাকার।
‘নোবেল আগে নমাজ পড়ত। মঞ্চে ওঠার আগেও নমাজ পড়া বাদ যেত না। এমনকী, সারেগামাপা অনুষ্ঠানে সবাইকে বসিয়ে রেখেও নমাজ পড়েছে ও। কী ভাবে এতটা বদলে গেল ও? ওর যদি কোনও শারীরিক সমস্যা হত, তা হলে আমি নিশ্চিত, মানুষ ওর জন্য প্রার্থনা করত। কিন্তু এ সমস্যা মানসিক, তাও মদের কারণে। নোবেল তো প্রথম থেকে এরকম ছিল না। আমিই ওকে চিনতে পারছি না।’, এক সাক্ষাৎকারে বলেন নোবেল-পত্নী সালসাবিল।
দিনকয়েক আগে বরের উপর (ডিভোর্স যদিও সম্পূর্ণ হয়নি) বিস্ফোরক অভিযোগ এনেছিলেন সালসাবিল। জানিয়েছেন ডিভোর্সের ঘোষণার পর থেকে মাঝে মধ্যেই হুমকি ফোন পাচ্ছেন। ফেসবুকে যবে থেকে পোস্ট করেছি তবে থেকেই এই ফোনগুলো আসছে। যেখানে বলা হচ্ছে ‘গুম করে দেব’।
নোবেল আর সালসাবিলের সম্পর্ক আজকের নয়। গায়ক যখন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রতিযোগী ছিলেন সেই থেকে তাঁদের সম্পর্ক। এরপর তাঁরা বিয়েও করেন। যদিও সেই বিয়ে ছিল পরিবারের অমতে। কিন্তু মাস ছয়েক কাটতে না কাটতেই সম্পর্কে ভাঙন ধরে। গায়কের স্ত্রী দেখে নোবেল ক্রমে মাদকাসক্ত হয়ে পড়ছেন। মদ্যপান করা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তাঁর গায়েও হাত তুলছেন। এরপর তাঁরা আলাদা থাকতে শুরু করেন একটা সময়। সম্প্রতি সালসাবিল যখন তাঁকে মাদক ছাড়ার কথা বলেন, বলেন চিকিৎসা করানোর জন্য, নোবেল তাঁকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কখনই মাদক ছাড়বেন না।
সালসাবিল আরও জানিয়েছেন নোবেল শুধু তাঁর গায়ে নয়, হাত তুলেছে তাঁর মায়ের গায়েও। নিজের মা-কে এমন মেরেছে যে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। নোবেলের সঙ্গে আর সম্পর্ক রাখে না তাঁর বাবাও।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)