নাম তাঁর পরীমনি। মূলত ওপার বাংলার অভিনেত্রী হলেও এরাজ্যেও তাঁকে নিয়ে চর্চা নিত্যদিনের। মাদককাণ্ডে জেলে যাওয়া থেকে শরিফুল রাজকে বিয়ে ও বিচ্ছেদ, চিরকালই আলোচনায় থেকেছেন বাংলাদেশের 'পরী'। তবে মা হওয়ার পর পরীমনির জীবন অবশ্য অন্য খাতে বইছে। এখন তাঁর জীবনে মাতৃত্বই প্রথম ও শেষ শব্দ।
ছেলের পুণ্যের জন্মের পর সম্প্রতি 'পরী'র কোল জুড়ে এসেছে কন্য়া সন্তান। তবে তাঁর এই সন্তান পরীমনির গর্ভজাত নয়, দত্তক সন্তান। তবে সমান স্নেহে, একা হাতে দুই সন্তানকে বড় করছেন পরীমনি। শরিফুল রাজ এখন 'পরী'র জীবনে অতীত। যদিও কিছুদিন আগে প্রাক্তন শরিফুল তাঁর বাড়িতে এসে হাজির হলে, তাঁকেও নিজের হাতে মাংস রেঁধে খাইয়েছিলেন পরীমনি। যদিও সেপ্রসঙ্গে পরীমনির জবাব, ছিল তাঁর বাড়ির দরজা সকলের জন্যই খোলা। 'কেউ এলে তো আর তাড়িয়ে দিতে পারি না'!
তবে এবার ফের একবার খাওয়ার আসর ঘিরে আলোচনায় উঠে এলেন পদ্মাপাড়ের এই নায়িকা। নায়ক জয় চৌধুরীর সঙ্গে দেখা গেল পরীমনিকে। ভিডিয়োটি নিজেই পোস্ট করেছেন জয়। ক্য়াপশানে লিখেছেন, ‘পোজ দিয়েন না, মাংস দেন’। সেখানে দেখা যাচ্ছে পরীমনি- জয় একসঙ্গে খেতে বসেছেন। ক্যামেরা চলছে বুঝতে পেরে পরীমনি তাঁর পাশে দাঁড়িয়ে থাকা মহিলাকে বলেন, ‘আপা দেন, পোজ দিয়েন না, মাংস দেন।’ জয় অবশ্য় 'পোজ' শব্দটা 'গোস্ত' শুনে হেসে ফেলেছিলেন। তবে পরীর সামনে দাঁড়িয়ে থাকা মহিলা জয়ের ভুল শুধরে দিলেন। আরেকজন পাশ থেকে বললেন, ‘ভালো, একজন কালা, আরেকজন কানা’। এদিকে পরীর কথায় তখন সকলেই হাসছেন।
পরীমনি অবশ্য মাংস নিয়েও নিজের পাত থেকে সেটা জয়ের পাতে তুলে, তাঁকেই খাওয়ালেন। আরও এক টুকরো মাংস যিনি খাবার দিচ্ছিলেন, তাঁকে খাইয়ে দিলেন। তারপর হাসতে হাসতে বললেন, ‘আমি তো ডায়েট করছি।’
এদিকে এই ভিডিয়ো দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি এবার পরীমনি, জয়ের কাছাকাছি আসছেন? সম্প্রতি জয়ের সঙ্গে পরীমনিকে নানান জায়গায় দেখা গিয়েছে। এমনকি বাংলাদেশে নির্বাচনের দিনও পরীমনিকে আগলে রেখেছিলেন জয়। কয়েকমাস আগে পরীমনি যখন 'ফেলু বক্সী'র শ্যুটিংয়ে এপার বাংলায় এসেছিলেন। তখনও একবার কলকাতায় এসে হাজির হন জয়। শ্যুটের ফাঁসে একান্তে তাঁরা সময়ও কাটান।