বাংলাদেশের একটি ভিডিয়ো ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। না, রাজনৈতিক বা সাম্প্রদায়িক কোনও সমস্যার ভিডিয়ো নয়। তাহলে কি? বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতিবাদের ভিডিয়ো। কী নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা? কীভাবেই বা প্রতিবাদ জানাচ্ছিলেন ভাবছিলেন? বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অফিসের সামনে তারস্বরে মাইক চালিয়ে।
কী ঘটেছে ফের বাংলাদেশে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একটি অভিনব পন্থা নের করেছেন তাঁর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। আর সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বহু ছাত্র ছাত্রীরা জড়ো হয়েছেন। আর তাঁরা কতৃপক্ষের নজর কাড়তে তারস্বরে মাইকে গান বাজাচ্ছেন। তবে যে সে গান নয়। একেবারে ভারতের হরিয়ানা অঞ্চলের গান।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি রিকশায় স্পিকার বসানো। আর তাতেই বাজছে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী এবং হরিয়ানার পারফর্মার স্বপ্না চৌধুরীর হিট গান তেরি আখ্যা কা ইয়ো কাজাল। আর সেই গান শুনে তার তালে তাঁকে নাচছেন পড়ুয়ারা। শুধু তাই নয়, সেই গান গাইছেনও তাঁরা।
কিন্তু কেন এই বিক্ষোভ, প্রতিবাদ?
সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকেই জানা গিয়েছে গার্লস হোস্টেলের আবাসিকরা শব্দদূষণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু ভিসি তাঁদের সেই অভিযোগকে বিশেষ পাত্তা দেননি বলেই জানিয়েছেন তাঁরা। তাই এই অভিনব স্টাইলে প্রতিবাদ জানালেন।
কে কী বলছেন?
এই ভিডিয়ো নজর কেড়েছে অনেকেরই। অনেক নেটিজেনরাই জানিয়েছেন বুদ্ধিদীপ্ত উপায়ে তাঁরা এই প্রতিবাদ জানালেন। এক ব্যক্তি লেখেন, 'প্রতিবাদ জানাতে আজকাল ভারতের হরিয়ানার গান চালাচ্ছে! এটা তো ভাবতেই পারি না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এটা তো স্বপ্নেও কল্পনা করিনি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'শব্দদূষণের অভিযোগ করার পরও না শুনলে যেটা করেছে বেশ করেছে।'