হাসিনার পদত্যাগের পরই নতুন স্বাধীনতার আনন্দে উত্তাল বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে দেশবাসীকে ধৈর্য ধরার, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা, আজমেরি হক বাঁধন, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, রাফিয়াত রশিদ মিথিলা সহ সেদেশের বহু তারকা।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধু মূর্তি ভাঙা, বাড়ি জ্বালানোর ভিডিয়ো ও ছবি এতক্ষণে অনেকেই দেখেছেন। শুধু তাই নয় বিভিন্ন প্রান্তে মন্দির, হিন্দুদের বাড়ি ভাঙচুর সহ হিন্দু ধর্মালম্বী মানুষদের উপর অত্যাচারের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। এরই মাঝে সিনেপ্লেক্সে ভাঙচুর করার ছবি তুলে ধরলেন বাংলাদেশের পরিচালক অনন্য মামুন। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সিনেপ্লেক্সের ভিতরে ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হয়েছে, সেখানে ভাঙচুর ও লুঠপাঠ চালিয়েছে দুর্বৃত্ত জনতা। এমনকি বাথরুমের কোমড থেকে শুরু করে জলের কল কিছুই বাদ দেওয়া হয়নি।
নিজের দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশের পরিচালক অনন্য মামুন তাই হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘আমার দেশের চলচ্চিত্র যখন ঘুরে দাড়াতে শুরু করেছে, ঠিক তখনই এত বড় আঘাত। আজ সিনেপ্লেক্স আছে বলে চলচ্চিত্র দেখার জন্য নতুন দর্শক আসতে শুরু করেছে। আমরা বড় বাজেটের চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখি। রাজশাহী হাইটেক পার্কে, ৫ আগস্ট সারারাত লুটপাট হয়েছে, সিনেপ্লেক্স ভেঙ্গে চুরমার ! ওয়াশরুমের কমোড, জলের ট্যাপটাকেও ছাড়েনি। শুনেছি সিরাজগঞ্জের রুটস্ সিনেপ্লেক্স ও লুটপাট করা হয়েছে।’ পরিচালকের তাই অনুরোধ, ‘সবাইকে অনুরোধ করবো চলচ্চিত্র বাঁচাতে হলে সিনেপ্লেক্স বাঁচাতে হবে।’
আরও পড়ুন-স্বৈরাচারী কন্যার জন্যই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, ধিক্কার জানাই, আর বলতে চাই…: বাঁধন
আরও পড়ুন-বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগানো হয়, সেটি নতুন করে সংস্কারের দাবি তুললেন ফারুকী
অন্যদিকে পরিচালক ফারুকী নিজের ফেসবুকের পাতায়, দেশের শাসন-ব্যবস্থার উন্নতির জন্য দ্রুত সরকার গঠনের আবেদন করেছেন। লিখেছেন, ‘আপনারা দয়া করে দ্রুত সরকার গঠন করেন এবং পুলিশ বাহিনীকে (কিছু অপরাধী অফিসার বাদে) কনফিডেন্স দিন, তাদেরকে কাজে নামান দ্রুত! তারা আমাদেরই বাহিনী। মিলিটারি ভাইয়েরা, সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখুন। দেশটা দ্রুত স্বাভাবিক করার দিকে এগিয়ে যাই চলুন।অ্যান্ড স্যালুট স্টুডেন্টস অ্যান্ড জেনারেল পিপল ফর স্টেপিং ফরওয়ার্ড টু ফিল দ্য ভ্যাকুয়াম’। বাট দ্য গভমেন্ট নিডস টু স্টার্ট ফাংকশনিং। নষ্ট করার মতো এক সেকেন্ডও নাই।'