বদলের বাংলাদেশে কখনও বঙ্গবন্ধু শেখ মুজিবরের বাড়ি ভাঙচুর করা হচ্ছে তো কখনও বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের স্ত্রীর পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়। তাঁকে আটকও করা হয়েছে এদিন।
কী ঘটেছে?
এদিন মেহের আফরোজ শাওনের পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তারপর আটক করা হয় তাঁকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিকের তরফে জানানো হয়েছে অভিনেত্রী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। তাই তাঁকে আটক করা হল এদিন।
মেহের আফরোজ শাওন কেবল অভিনেত্রী নন, বাংলাদেশের প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রীও বটে। শাওনের বাবা মহম্মদ আলি পেশায় একজন আইনজীবী। তিনি বাংলাদেশ বারোতম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। অভিনেত্রীর মা তহুরা আলি জাতীয় সংসদে মহিলা রক্ষিত আসনে সদস্য ছিলেন। আওয়ামী লীগের হয়ে একবার প্রার্থী হয়েছিলেন শাওনও।
এদিন ঢাকার ধানমুন্ডি এলাকা থেকে আটক করা হয় তাঁকে এদিন। তার আগে অভিনেত্রীর পৈতৃক বাড়ি যেটা জামালপুরের সদর উপজেলায় নরুন্দি রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত সেখানেই সন্ধ্যায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
আটক হওয়ার পর মেহের আফরোজ শাওনকে ঢাকা মহানগর পুলিশের হেফাজতে আছেন। আগামী কাল অর্থে ৭ ফেব্রুয়ারি তাঁকে আদালতে পেশ করা হবে। এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি আরও জানিয়েছেন মূলত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে মেহের আফরোজ শাওনকে।
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম