বাংলা নিউজ > বায়োস্কোপ > Abdun Noor Sajal: আইবুড়ো নাম ঘুচতে চলল বাংলাদেশের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সজলের

Abdun Noor Sajal: আইবুড়ো নাম ঘুচতে চলল বাংলাদেশের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সজলের

বিয়ে করছেন বাংলাদেশের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সজল

Abdun Noor Sajal: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আবদুন নূর সজল। তাঁর সমবয়সী প্রায় সকলেই ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন। এবার তাঁর পালা। কিন্তু পাত্রী কে?

বাংলাদেশি অভিনেতা সজল অবশেষে বিয়ে করতে চলেছেন। ওপার বাংলার তাঁর বয়সী প্রায় সমস্ত অভিনেতাদেরই বিয়ে হয়ে গিয়েছেন তাঁরা সকলেই সংসার করছেন। ফলে যা হওয়ার এক্ষেত্রেও তাই হল। তাঁকে হামেশাই তাঁকে তাঁর পরিবার, সহকর্মীদের থেকে প্রশ্ন শুনতে হয় যে তিনি কবে বিয়ে করছেন। একাধিকবার তাঁর বিয়ে করা বা না করা নিয়ে খবর হয়েছে। লাইমলাইটে উঠে এসেছেন তিনি। যদিও এতদিন পর্যন্ত বিয়ের বিষয়ে মুখে কুলুপ এঁটে বসেছিলেন অভিনেতা জানাননি কিছুই। বরং কেউ তাঁকে বিয়ের বিষয়ে জিজ্ঞেস করলে কিছুই বলতেন না তিনি। উত্তর আসত কেবল, 'ব্যক্তিগত বিষয় থাক।' এবার এ হেন অভিনেতা অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন।

বিয়ের বিষয়ে কী বললেন সজল? তাঁর কথা অনুযায়ী, 'কবে বিয়ে করছি সেই প্রশ্ন শুনতে শুনতে বড়ই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সহকর্মীরা সবাই আমার ভালো বন্ধু। সবাই আমার বিয়ে নিয়ে জানতে চাইতেন। কিন্তু সবাই প্রশ্ন করছেন বলেই তো আর হুট করে বিয়ে করা যায় না। একটা পারিবারিক, মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। এখন আমার মা বাবা চাইছেন যে আমি বিয়ে করি। আমি সবটা ওদের উপর ছেড়ে দিয়েছি। মাঝে বাবা কিছুটা অসুস্থ ছিলেন। তবে এখন ভালো আছেন। পরিবারের সবাই মিলেই এখন বিয়ে ঠিক করেছেন আমার। হয়তো খুব শীঘ্রই বিয়ে করব।'

কিন্তু কবে বিয়ে করছেন সজল? পাত্রীই বা কে? এই বিষয়ে অভিনেতা বলেন, 'কবে বিয়ে করছি সেই দিন এখনও ঠিক হয়নি। তাই এখনও কিছু বলতে পারছি না। তবে এটা ঠিক যে এই বছরই বিয়ে করব।'

অবশ্য এটাই প্রথমবার নয় যখন সজল তাঁর বিয়ের বিষয়ে মুখ খুললেন। তিনি এর আগেও তাঁর বিয়ের কথা জানিয়েছিলেন। বলেছিলেন তখন করোনা থাকায় আর সেই কথা এগোয়নি। অভিনেতার কথা অনুযায়ী, 'কিছু জিনিস ব্যক্তিগত থাকা ভালো। আমি প্রফেশনাল মিডিয়ায় কাজ করি, যাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধব সে এই জগতের হতে পারে, নাও হতে পারে। তাই কাকে বিয়ে করছি এখনই সেটা বলতে চাই না।'

কাজের দিক দিয়ে আগামী ইদে মুক্তি পাচ্ছে সজলের নতুন ছবি জ্বীন। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে পূজা চেরিকে। এই প্রথমবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাবে। এটি একটি সাইকো থ্রিলার ছবি। হররও বটে। সজল এই ছবিতে ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া এখানে মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরা, প্রমুখকে দেখা যাবে।

বন্ধ করুন