বাংলা নিউজ > বায়োস্কোপ > Arifin Shuvoo: পর্দায় 'বঙ্গবন্ধুর' চরিত্রে অভিনয়, এবার তাই ১০ কাঠা জমি হারালেন বাংলাদেশের আরিফিন শুভ!

Arifin Shuvoo: পর্দায় 'বঙ্গবন্ধুর' চরিত্রে অভিনয়, এবার তাই ১০ কাঠা জমি হারালেন বাংলাদেশের আরিফিন শুভ!

জমি হারালেন শুভ

'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের বায়োপিকে মাত্র ১টাকা পারিশ্রমিকে নাকি অভিনয় করেছিলেন আরিফিন শুভ। ছবির নাম ছিল মুজিব: এক জাতীর রূপকার। পরিবর্তে তাঁকে পেয়েছিলেন রাজউকের ১০ কাঠার একটি প্লট। তবে এখন আর এই জমির প্লট তাঁর থাকছে না বলেই জানা যাচ্ছে।

শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ এখন এসেছে অন্তর্বতী সরকার। আর হাসিনার নেওয়া বহু পুরনো পদক্ষেপের পুর্নসংস্করণ ঘটাচ্ছে বাংলাদেশের এই নতুন সরকার। আর তাতেই বাতিল হয়েছে পুরনো সরকারের একাধিক প্রকল্প। আর এই পদক্ষেপের জেরেই বাতিল হচ্ছে পর্দার 'মুজিব' আরিফিন শুভর ১০ কাঠা জমি। তারপর আরিফিন ওই জমির জন্য বরাদ্দ টাকা জমা দিয়ে চুক্তিপত্রে সই করেছিলেন।

তবে এখন আর এই জমি শুভর থাকছে না। তবে সেদেশে কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেতা আরিফিন শুভ-র ১০ কাঠা জমি বাতিলের আসল কারণ হল তাঁর 'বঙ্গবন্ধু'র চরিত্রে অভিনয়।

গত ৫ অগস্ট, আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পরই তাঁদের গত ১৫ বছরের রাজত্বে তাঁদের বিবেচনায় দেওয়া প্লটগুলির হিসেব-নিকেশ শুরু করেছে নতুন সরকার। আর তাতেই আরিফিনের জমির প্লটও বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জানা যাচ্ছে, প্রথম ধাপে শুধু নথিভুক্ত হয়নি এমন ১০৩টি প্লটের বরাদ্দ বাতিল করবে রাজউক। আর বরাদ্দসংক্রান্ত অনিয়ম থাকায় ২৫ থেকে ৩০টি প্লট বাতিল করবে জাগৃক। এর মধ্যে ‘মুজিব’ সিনেমার অভিনেতা আরিফিন শুভ ও প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ গাড়ি চালকসহ রাজনীতিবিদ, সচিব, বিচারপতি ও সরকারি কর্মকর্তাদের নামে বরাদ্দ করা প্লটও রয়েছে।

 'বঙ্গবন্ধু'র চরিত্রে আরিফিন শুভ
'বঙ্গবন্ধু'র চরিত্রে আরিফিন শুভ

প্রসঙ্গত, 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের বায়োপিকে মাত্র ১টাকা পারিশ্রমিকে নাকি অভিনয় করেছিলেন আরিফিন শুভ। ছবির নাম ছিল মুজিব: এক জাতীর রূপকার। পরিবর্তে তাঁকে পেয়েছিলেন রাজউকের ১০ কাঠার একটি প্লট। তবে এখন আর এই জমির প্লট তাঁর থাকছে না বলেই জানা যাচ্ছে।

এদিকে ব্যক্তিগত জীবনেও এখন দোলাচলের মধ্যে দিয়েই কাটছে আরিফিন শুভর। বাংলাদেশ যখন গণ অভ্যুত্থানে উত্তাল, ঠিক তখনই ভারতীয় স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়েছে তাঁর। ভেঙে যায় শুভ-অর্পিতার ৯ বছরের সংসার। ১ অগস্ট সে কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন পদ্মাপারের এই অভিনেতা। প্রসঙ্গত অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে, তবে বিয়ের আগে থেকেই ঢাকায় পোশাকশিল্পী হিসাবে কাজ করছিলেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন শুভ-অর্পিতা। আশঙ্কা ছিল, ভিনধর্মে বিয়ের কারণে অশান্তি হতে পারে, তবে তেমন কিছুই ঘটেনি তাঁদের ক্ষেত্রে।

 শুরুর দিকে তাঁদের দাম্পত্য সুখেরই ছিল বলে জানান যায়। তবে সম্প্রতি আরিফিন শুভ আলাদা হওয়ার কথা জানিয়ে লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসাবে নয়। তবে অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।' জানা যাচ্ছে অর্পিতা সমাদ্দার ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় ফিরেও এসেছেন। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সুদীপার বাড়িতে দুর্গাপুজো ঘিরে মহা-আয়োজন, জুটল'মিথ্যেবাদী' তকমা তৃতীয় লঞ্চ প্যাড তৈরি করবে ইসরো, নতুন প্রজন্মের রকেট, নামতে পারবে সমুদ্রেও ঘরের মাঠে ভারত অপ্রতিরোধ্য! অস্ট্রেলিয়াকেও ভোগাবে! বার্তা বিশ্বকাপজয়ী অধিনায়কের… মুম্বইতে প্রথম দূর্গাপুজো পূজার! মায়ের দর্শন করালেন দেবের নায়িকা কোলে ছেলে, কাঁধে ভাইপো! অগস্ত্যর স্কুলের অনুষ্ঠানে গিয়ে কী কাণ্ড ঘটালেন হার্দিক সমাজমাধ্যমে ‘সন্ত্রাসের পক্ষে মন্তব্য’, লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ ‘তোমাদের ভালোবাসার দাম দেব’! দায়িত্ব নিয়েই ইস্টবেঙ্গল সমর্থকদের বললেন কোচ অস্কার সাফারি বাসের জানালা দিয়ে উঁকি দিল লেপার্ড, ভয়ে কাঁটা পর্যটকরা বর্ডার গাভাসকর সিরিজ জয়ই লক্ষ্য! অস্ট্রেলিয়ায় ইন্ডিয়া এ দলের সঙ্গে ম্যাচ ভারতের… ভোটে জিততেই ভিনেশকে বজরংয়ের শুভেচ্ছা! পিটি ঊষা ভুলতে পারেননি অলিম্পিক্সের অপমান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.